News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১

গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:৩২ পিএম গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামের এক নারী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার ১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। জাহানারা বেগম পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, রাতে ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন জাহানারা। রাত আড়াইটার দিকে প্রতিবেশিরা ওয়াশরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে জাহানারাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুন খালাসী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Islam's Group