বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে কিছুদিন পর পরই নারায়ণগঞ্জের পরিবেশ অশান্ত হচ্ছে। গত ৫ আগস্টের পর শ্রমিক অসন্তোষ ক্রমশ বাড়তে থাকলেও মধ্যবর্তী সময়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। তবে গত এক সপ্তাহ ধরে আবারও পরিস্থিতি গরম হয়ে উঠছে। বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সর্বশেষ গত ২০ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন আরএন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানজটের সৃষ্টি হয়। এর আগে গত ১৯ জানুয়ারি একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিলেন আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। মালিকপক্ষের সঙ্গে ১২ দফা দাবির ব্যাপারে আলোচনা করে সমাধানের জন্য রাস্তা ফাঁকা করে দিয়ে তাদের নিয়ে আরএন টেক্সটাইল লিমিটেডের ভেতরে যান এবং আলোচনায় বসেন। পরে শ্রমিকদের ১২ দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়। এতে তারা মঙ্গলবার থেকে কাজে যোগদানের ঘোষণা দেন। তারও আগে, গত ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জে দু'টি গার্মেন্টসের শ্রমিকরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করে। এদিন বন্ধ ঘোষিত গার্মেন্টস অবিলম্বে চালুসহ আইনানুযায়ী শ্রমিকদের যাবতীয় প্রাপ্য পাওনা পরিশোধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাস্টার টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থ বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। অপরদিকে এক শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুপুরে ফতুল্লার মাসদাইরে সিটি কবরস্থানের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আরএস গার্মেন্টের শ্রমিকরা। পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
গত ৭ অক্টোবর বকেয়া বেতন পরিশোধসহ ১৮ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে অনশন ধর্মঘট কর্মসূচি পালন করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এদিন তারা অবিলম্বে সকল বকেয়া বেতন পরিশোধ না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন। শ্রমিকরা জানান, আগামী ১০ অক্টোবরের মধ্যে নেমকন ডিজাইন, ক্রোনী-অবন্তিসহ সকল গার্মেন্টস এর বকেয়া মজুরি পরিশোধ ও ত্রি-পক্ষীয় ১৮ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে আমরা এখানে অনশন ধর্মঘট কর্মসূচি পালন করছি। আমাদের বকেয়া কয়েক মাসের বেতন মালিকরা দিচ্ছেন না। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলেও মালিকপক্ষের টনক নড়ছে না। বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ না করে মালিকপক্ষ প্রতারণাসহ নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ শ্রমিকদের। এ অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি আমরা।
এর আগে গত ৬ অক্টোবর বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাটাই বন্ধ ও নির্যাতনের প্রতিবাদে নেমকন ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তারা নগরের চাষাঢ়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অফিসের সামনে অবস্থান নেয়। জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অবস্থিত নেমকন ডিজাইন লিমিটেড পোশাক কারখানায় ১৭ শ’ শ্রমিক কাজ করে। প্রতিষ্ঠানটিতে তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ কথায় কথায় শ্রমিক ছাটাই ও সন্ত্রাসীদের দিয়ে শ্রমিক নির্যাতন করে। অবিলম্বে তারা বকেয়া বেতন পরিশোধ, ছাটাই বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
গত ১ অক্টোবর বন্দরের নাসিক ২৭ নং ওয়ার্ডের হরিপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন পারটেক্স পার্টিকেলস বোর্ড লিমিটেডের শ্রমিকেরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিকদের একটি প্রতিনিধি দল নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৪০০ জন শ্রমিক কাজ করেন। বর্তমানে তাদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল মিল কর্তৃপক্ষ। কিন্তু বকেয়া বেতন পরিশোধ না করে মিল কর্তৃপক্ষ তালবাহানা করলে তারা কারখানার সামনে রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করে। গত ৩০ সেপ্টেম্বর ফতুল্লার জনি টেক্সটাইল কারখানায় অবৈধভাবে লে-অফের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এদিন তারা শহরের চাষাঢ়াস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লার চাঁদমারীস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় শ্রমিকরা কারখানা মালিককে দ্রুত গ্রেফতার, অবৈধভাবে লে-অফ প্রত্যাহার এবং শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান।
গত ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় হামিদ ফ্যাশন নামের পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পোশাক কারখানার শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত দুই মাস যাবৎ বেতন দিচ্ছেনা। এদিন তাদের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও সকাল সাড়ে সাতটার দিকে যখন শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন তখন তাদের জানানো হয় আজ বেতন দিবেনা মালিক কতৃপক্ষ। এতে করে শ্রমিকরা সকাল ৮ টার দিকে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের সাথে কথা বলে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
আপনার মতামত লিখুন :