News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিনা ভোটের প্রস্তুতি! ওসমানদের পথেই নারায়ণগঞ্জ চেম্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১০:১৫ পিএম বিনা ভোটের প্রস্তুতি! ওসমানদের পথেই নারায়ণগঞ্জ চেম্বার

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্যে দিয়ে সর্বত্র পটপরিবর্তনের হাওয়া লাগলেও নারায়ণগঞ্জ চেম্বার যেন সেই ওসমানদের দেখানো পথেই হাঁটছে। নির্বাচন ঘিরে ভেতরে শুরু হয়েছে সমঝোতার খেলা। বর্তমান সভাপতি মাসুদুজ্জামানের সঙ্গে পরিচালক পদে আগ্রহীরা এখন জোটবদ্ধ। এখন চলছে শেষ সময়ের হিসেব নিকেষ ও সমঝোতা।

তবে সংশ্লিষ্টরা বলছেন, এবারের চেম্বারে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমান সভাপতি মাসুদুজ্জামান নিজের চেয়ার ধরে রাখতে সকলের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২১ জানুয়ারী ছিল চেম্বারের পরিচালক পদে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন। ১৯ পদের বিপরীতে ১৯ জন, এসোসিয়েট গ্রুপ ৭ জন ও ট্রেড গ্রুপে ১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন ১৯ জনের প্রার্থীতা চূড়ান্ত করার চেষ্টা চলছে। ২২ জানুয়ারী হতে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

একাধিক সদস্য জানান, গত কয়েকদিন ধরেই চেম্বারে দফায় দফায় বৈঠক হয়েছে। সেখানে এক পক্ষ আলাদা প্যানেল জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া একাধিক প্যানেল হওয়ার সম্ভাবনার মধ্যে সকলের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। এসব কারণে প্যানেল না হয়ে অনেকে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৯ জনের পরিচালক পদ নিশ্চিত করেই বাকিদের প্রত্যাহার করিয়ে নেওয়া হবে। এছাড়া চেম্বারে ওসমানদের সময়ে করা ১৯ জনের মধ্যে ৮ জনকে রাখার প্রস্তাব আছে। এসব নিয়ে চলছে নানা দেনদরবার।

চেম্বারের একাধিক সদস্য জানান, বিগত এক দশক করে ব্যবসায়ীরা ভোট দিতে পারে নাই। এখানে সব সময়ে চেম্বার কুক্ষিগত করে রাখা হয়েছে। এবারো সেই ওসমানদের দেখানো পথেই হাঁটছে চেম্বার।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দীর্ঘ সময়ে দখল রেখেছিলেন সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান। বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী বাদ দিয়ে সভাপতি চেয়ারে বসেন সেলিম ওসমান। এরপর থেকে টানা সভাপতি থেকে থামেন ২০১৮ সালে। ওই বছর জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার স্থলে বসেন তার খালেদ হায়দার খান কাজল। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০১৮-২০২০) নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হন তিনি। অসুস্থ অবস্থা নিয়ে তিনি ৬ বছর ২ মাস দায়িত্ব শেষে গত ৪ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর (২০২৩-২০২৫) মেয়াদও সভাপতি খালেদ হায়দার খান কাজল ও সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। আওয়ামীলীগ সরকার পতনের মাধ্যমে তাদের এই পদত্যাগ করেন বলে জানা যায়। তাদের শূন্য পদের জন্য কো-অপ্ট করে প্রথমে পরিচালক হিসেবে মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান নির্বাচিত করে নতুন সভাপতি দায়িত্ব দেয়া হয়। সাজনুর স্থলে পরিচালক সোহেল আক্তারকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। জরুরি সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালক মো. সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান, মহসিন রব্বানী, তারেক সালাউদ্দিন, মোহাম্মদ আবু জাফর, মো. সেলিম হোসেন, সোহেল আক্তার, আশিকুর রহমান, মো. জাকারিয়া ওয়াহিদ। উপস্থিত ছিলেন না ছাত্র-জনতা হতাহত মামলার আসামী ও চেম্বারের পরিচালক মোঃ নাজমুল আলম সজল, ইমতিনান ওসমান অয়ন, মোঃ এহসানুল হাসান নিপু। তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পরিচালক পদ বাতিল করা হয়নি। নিয়ম অনুযায়ী তারা এখনো চেম্বারের পরিচালক।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিকেএমইএ পরিচালক, চেম্বারের সহ-সভাপতি ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, বিকেএমইএ ও চেম্বারের পরিচালক জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে চেম্বারের পরিচালক অয়ন ওসমান ও আরেক পরিচালক নাজমুল আলম সজল।

Islam's Group