News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়বে ট্রেন চলাচল : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১০:১৯ পিএম ২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়বে ট্রেন চলাচল : ডিসি

কঠোর তদারকির অভাবে গত কয়েকমাস যাবৎ নারায়ণগঞ্জ শহরে বেড়েছে বিশৃঙ্খলা। এর ফলে বসবাসের অযোগ্য হয়ে উঠছে নারায়ণগঞ্জ শহর, অতিষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ। এ নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক থেকে শুরু করে সবাই নানান মন্তব্য করছেন। পরিস্থিতি উপলব্ধি করে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে এইসব প্রদক্ষেপের বাস্তবায়ন ঘটানো হবে বলে জানিয়েছেন তিনি।                                                     

সময়ের নারায়ণগঞ্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নারায়ণগঞ্জে রেল ক্রসিং এবং ট্রেন চলাচল বৃদ্ধির বিষয়ে রেল সচিব ফাহিম স্যারের সঙ্গে দুদিন কথা হয়েছে। সর্বশেষ গত ১৮ জানুয়ারি তিনি আমাকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন খুব শিগরিই রেল ক্রসিং মেরামত করে দেওয়া হবে এবং ২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আরেকটি ট্রেন বেশি চলাচল করবে। এতে করে সড়কপথে মানুষের চাপ কিছুটা কমবে আশা করি। আমার প্রথম কাজই হচ্ছে শহরে অতি দ্রুত কিভাবে যানজট নিরসন করা যায়। তা একদিনে কিংবা একসঙ্গে সমাধান করা কখনোই সম্ভব না। তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই সমস্যা সমাধানের।

Islam's Group