News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফিরতে চান দক্ষিণের দুই গডফাদার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:১৪ পিএম ফিরতে চান দক্ষিণের দুই গডফাদার

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সাবেক সহ-সভাপতি এস.এম রানা দুজনই বিতর্কিত মুখ। আওয়ামীলীগ আমলে শহরের দক্ষিনাঞ্চল তথা নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, মাছুয়াবাজার, শহীদনগর, গোগনগর ইউনিয়ন ও কয়লাঘাটসহ আশপাশের প্রায় ১০ টি এলাকা নিয়ন্ত্রণ করতেন তারা।

শ্রমিকলীগ নেতা মুন্না ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানের সহযোগী। এসএম রানা ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গডফাদার খ্যাত শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর (সাবেক বিসিবি পরিচালক) অন্যতম দোসর।

মূলত এসব প্রভাবশালীগের কাঁধে ভর করে মুন্না ও রানা নিজ নিজ এলাকার ডন হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সাধারণ মানুষের জমি দখলের মতো ভয়াবহ অপরাধ থেকে শুরু করে মাদক ব্যবসা, শীতলক্ষ্যা নদী তীরের বালু মহল পরিচালনা, ডকইয়ার্ডের লোহা বিক্রি, বিচার শালিস করে অর্থ আত্মসাৎ ও বিরোধপূর্ণ জমি ক্রয় বিক্রয়সহ সব ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন তারা।

জানা গেছে, বহু অপকর্মের হোতা হওয়ায় গত ৫ আগষ্ট আওয়ামীলীগ পতনের পর লেজ গুটিয়ে পালিয়ে যান ভূমি মাফিয়া এসএম রানা ও মুন্না। তবে কয়েক মাস আত্মগোপনে থেকে সবকিছু সামলে নিয়ে এখন আবারো নিজ নিজ এলাকায় ফিরতে চাইছেন দুজন।

নির্ভরযোগ সূত্রে জানা গেছে, শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য অপসারিত কাউন্সিলর কামরুল হাসান মুন্না নিজ এলাকায় ফিরতে তার এক বোনের জামাতার শরণাপন্ন হয়েছেন। তার বোন জামাই দেওভোগের সম্ম্রাট শাহজাহান জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় সদ্য খালাস পাওয়া জাকির খানের নিকট আত্মীয়। এছাড়াও মুন্না স্থানীয় কিছু বিএনপি নেতাদের সাথে সখ্যতা করে আগামী নির্বাচনের আগেই নিজ এলাকায় ফিরতে চাইছেন বলে জানিয়েছেন অনেকে।

অন্যদিকে এসএম রানা অতীতে শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটুর সাথে থেকে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। তবে ৫ আগষ্টের পর সেই রানা আবারো নতুন করে তার অপরাধের সাম্ম্রাজ্য পুনরায় চালু করতে মরিয়া হয়ে উঠেছেন। তাই তিনি এখন ঢাকায় গিয়ে বিভিন্ন প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে তুলছেন বলে জানা গেছে। এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহম্মেদের সাথে সম্প্রতি রানার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাও গেছে। কেউ কেউ বলছেন পুরানো বস টিটুর মারফতেই বিসিবির বর্তমান সভাপতি সাথে ঘুরঘুর করছেন রানা। ফারুক আহম্মেদ নারায়ণগঞ্জের সন্তান এবং প্রভাবশালী হওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে রানা আবারো গোগনগর, গোপচর এবং আশপাশের এলাকায় অপরাধ পরিচালনা করতে পারেন বলেও ধারনা স্থানীয়দের।

Islam's Group