News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডিসি মাহমুদুল হকের অশ্রুসিক্ত বিদায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:০৭ পিএম ডিসি মাহমুদুল হকের অশ্রুসিক্ত বিদায়

নারায়ণগঞ্জের আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক এক বছর পাঁচ মাস ১৭ দিন দায়িত্ব পালন শেষে ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে বিদায় নেন। তার দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জে নানা কারণে আলোচিত ছিল। জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভুত্থ্যান পরবর্তী আইনশৃঙ্খখলা বাহিনীর অনুপস্থিতিতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহায়তায় আইনশৃংখলা পরিস্থিতি সামাল দেওয়া, প্রভাবশালী ওসমান পরিবারের চাপ উপেক্ষা করে বিভিন্ন ইস্যুতে সাহসিকতা ও পেশাদারিত্বের মোকাবেলা, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অবদান রাখা, বাস ভাড়া কমানো, শীতলক্ষ্যার দূষণরোধে পরিকল্পনা গ্রহণ, সেবা প্রার্থী মানুষের সঙ্গে বিনয়ী আচরণ ও সেবা সহজীকরণক্ষেত্রে ভূমিকা রাখাসহ তার কর্মদক্ষতা ও যোগ্য নেতৃত্বের কারণে নারায়ণগঞ্জের মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি।

১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে তাঁর বিদায় বেলায় সেবা প্রার্থী সাধারণ মানুষসহ কর্মকর্তা-কর্মচারী অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এর আগে সকালে জেলা প্রশাসক মাহমুদুল হক তার কার্যালয়ের সকল বিভাগে গিয়ে কর্মকর্তা-কর্মচারী সকলের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কাছ থেকে বিদায় নেন। এসময় অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন, কান্নায় ভেঙ্গে পড়েন। চোখ পানিতে ছল ছল করছিল জেলা প্রশাসকের নিজেরও।

জেলা প্রশাসক মাহমুদুল হককে বিআইডব্লিউটিসির পরিচালক পদে পদায়ন করা হয়েছে। দুপুরে নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। জাহিদুল ইসলাম মিঞা রাজবাড়ি জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিসি অফিসের নাজির কামরুল ইসলাম বলেন, মানুষের জন্য কাজ করে গেছেন ডিসি স্যার। সাধারণ মানুষের জন্য তার অফিসের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। আপনি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন।

সেবা প্রত্যাশী রফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের মানুষ ডিসি স্যারকে আপনাকে আজীবন মনে রাখবে। আমাগো গরীব মানুষও স্যারের কাছে সহজেই যেতে পেরেছি। স্যার আমাদের সমস্যা শুনে, সমাধান করেছেন।

বিদায় অনুষ্ঠানে জেলা প্রশাসক সর্ম্পকে শিল্প পুলিশ-৪ এর ডিআইজি আসাদুজ্জামান বলেন, শ্রম অসন্তোষ সৃষ্টির আগেই তা মোকাবেলায় উদ্যোগ নিয়েছেন। সৎ, কর্মঠ ও নিবেদিত প্রাণ মানুষ ছিলেন তিনি। উনি যেখানেই থাকবেন, ভালো থাকবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আলোচনায় আসেন যেসব কারণে:

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন ৫ আগস্ট পট পরিবর্তনের পর সারাদেশে প্রশাসনের কর্মকর্তারা যেখানে নিজেদের

নিরাপত্তার কথা ভেবে নিরাপদ স্থানে আশ্রয় নেন, সেখানে ব্যতিক্রম ছিলেন ডিসি মাহমুদুল হক। তিনি এক মুহূর্তের জন্যও অফিস ছাড়েননি। ৫ আগস্টের রাতেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্কৃয়তা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিজ অফিসে ডেকে তাৎক্ষণিকভাবে সভা করে তাদের সহায়তায় উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেন তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী দিনগুলোতে ডিসি মাহমুদুল হকের পেশাদারিত্বের প্রতি ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃত্বের অবিচল আস্থার বিষয়টি ছিলো অভূতপূর্ব।ফলে নারায়ণগঞ্জে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ অসংখ্য হামলা-লুটপাটের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

২০১৮ সালের ১৬ জানুয়ারী হকার ইস্যুতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তৎকালীন মেয়রের আইভীর ওপর হামলা করে আলোচনায় আসা সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ক্যাডার সেই নিয়াজুল ইসলামের অস্ত্রের লাইসেন্স বাতিল করে দেন তিনি। নিয়াজুল শুধু নয়, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৮ জনের অস্ত্রের লাইসেন্সের অনুমোদন দেননি তিনি। শামীম ওসমানের ডাকা সমাবেশে যাননি তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লার দেলপাড়া একটি ভোট কেন্দ্রে শামীম ওসমানের পক্ষে জাল ভোট দেওয়ার হাতেনাতে আটক দুই কর্মীকে দুই বছরের জেল দেন তিনি।

উপজেলা নির্বাচনগুলোতে ডিসির দৃঢ়তায় সুষ্ঠু করায় ভরাডুবি ঘটে ওসমান পরিবারের প্রার্থীদের।

ভূমি অধিগ্রহণ শাখার অনিয়ম দুর্নীতির অভিযোগ বহু পুরনো। ডিসি মাহমুদুল হক নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর ভূমি অধিগ্রহণ শাখা দালালমুক্ত করেন। তিনি আসার পর হয়রানি উৎকোচ ছাড়াই অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ প্রদানের ব্যবস্থা করেন।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ‘বন্ধু শিক্ষক’ নামে একটি কার্যক্রম চালু করা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে শিক্ষাদানের এক অনন্য উদ্যোগের নাম বন্ধু শিক্ষক। তার এ উদ্যোগের ফলে জেলার ৫৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পারগ শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। আদালতের রায় ও ডিক্রি থাকার পরও অপির্ত সম্পত্তি অবমুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরতে হত সেবা প্রত্যাশীদের। সেই ধারা পরিবর্তন করে তার সময়কালীন সমযে অবমুক্তির ৭৭টি ভি পি কেইসের বিপরীতে ২২ একর জমি অবমুক্ত করে দেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আন্দোলনে নামলে তার হস্তক্ষেপে ৫৫ টাকা থেকে ৫ টাকা কমে ৫০ টাকা করেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে পট পরিবর্তনের পর গাজীপুর, সাভারসহ বিভিন্ন স্থানে ভয়াবহ শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। কিন্তু তার বিচক্ষণতায় নারায়ণগঞ্জে বড় ধরণের কোন শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। তিনি শ্রমিক অসন্তোষ দূরীকরণের লক্ষ্যে মালিক, শ্রমিক ও প্রশাসনের চমৎকার সমন্বয় গড়ে তোলেন।

আদালতের রায় ও ডিক্রি থাকার পরও অপির্ত সম্পত্তি অবমুক্তির বিষয়ে হয়রানির শেষ নেই। সাধারণ মানুষকে বছরের পর বছর অবমুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে ধরণা দিতে হয়। সেই ধারা পরিবর্তন করে তার সময়কালীন অবমুক্তির ৭৭টি ভি পি কেইসের বিপরীতে ২২ একর জমি অবমুক্ত করে দেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য ছিল বছরের পর বছর। সাধারণ যাত্রীদের জিম্মি করে এই পরিবহন সেক্টর থেকে মাফিয়া গডফাদার কোটি কোটি টাকা হাতিয়ে নিত। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আন্দোলন এবং জেলা প্রশাসকের অনমনীয় মনোভাবের ফলে যাত্রী বাস ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তার বক্তব্যে বলেন, আমরা কঠিন পরিস্থিতিতে এক সঙ্গে কাজ করেছি। রাষ্ট্র আমাকে সরকারী স্বার্থ, জনগণের স্বার্থ রক্ষার জন্য ডিসি করে পাঠিয়েছেন। মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। মানুষ যাতে কোন হয়রানি ছাড়াই সেবা নিতে পারে সেই উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, মানুষের সমস্যাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে না পারলে সেবা প্রদান সম্ভব নয়। আমি নারায়ণগঞ্জে সকল ডিপার্টমেন্টসহ চমৎকার একটি টিম পেয়েছি।

Islam's Group