News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

যানজটের নেপথ্যে বাস টার্মিনাল ও অবৈধ পার্কিং


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ১০:০১ পিএম যানজটের নেপথ্যে বাস টার্মিনাল ও অবৈধ পার্কিং

গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে সবচেয়ে বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যানজট। দুইনং রেলগেট থেকে চাষাড়া কিংবা চাষাড়া থেকে কালীরবাজার। শহরের গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে দিনের অধিকাংশ সময় লেগে বিভিন্ন যানবাহনের জটলা। এতে কর্মজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীসহ নানান শ্রেণিপেশার মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে রাস্তায়। সীমাহীন এই দুর্ভোগ কি ভাবে কমবে এমন প্রশ্নের জবাব দিয়েছেন, গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ নগরবাসী।

তারা জানান, নারায়ণগঞ্জ শহরের যানজটের অন্যতম প্রধান কারণ হলো, অবৈধ পার্কিং, ব্যাটারি চালিত অটো রিকশা ও বাস চলাচল। এগুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারলেই যানজট কমতে আসবে অনেকাংশে। তবে এই মুহূর্তে শহর থেকে বাস টার্মিনাল সরিয়ে অন্য কোথাও নিয়ে গেলে যানজট সমস্যা বড় একটি সমাধান হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধন পরিবহনের এক মালিক বলেন, বাংলাদেশের অনেক বড় বড় জেলায় টার্মিনাল শহরের বাহিরে। তবে নারায়ণগঞ্জে বাস টার্মিনাল শহরের ভেতরে। এই ছোট্ট একটা শহরের ভেতর দিয়ে যদি প্রতিদিন এতো এতো বাস বের হয়ে ঢাকা যায় তাহলে তো যানজট থাকবেই। আমরা বাস মালিকরা পুরো শহরকে টিকিট কাউন্টার করে রাখছি। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী তুলছি। এটা যানজটের বড় কারণ। তাই বাস টার্মিনাল শহর থেকে সরালেই ভালো হবে। সবাই উপকৃত হবে।

আসিফ নামে এক ট্রাফিক পুলিশ এ বিষয়ে বলেন, অটোরিক্সার সাথে ঝামেলা না কইরা বাসগুলিরে একটা নিয়মে আনা দরকার। বাস চালকরা অটোর মতোই সমস্যা করে। যেখানে সেখানে গাড়ি থামাইয়া যাত্রী তোলেন। যেখানে সেখানে অবৈধ কাউন্টার বানিয়ে রাখছে। সরকার পতনের পরে তো কাউন্টারের সংখ্যা আরো বাড়ছে। তাই বাস টার্মিনাল যদি কোনো ভাবে শহরের বাহিরে নেয়া যায় তাহলে যানজট কমে যাবে। এটা গ্যারান্টি দিয়ে দিলাম।

জানা গেছে, আগেও অনেক বার শহরের যানজট কমানোর জন্য জনপ্রতিনিধি ও প্রশাসানের কর্মকর্তারা একাধিক বৈঠক করে নানা সিদ্ধান্ত নিয়েছিলেন। এরমধ্যে শহর থেকে বাস টার্মিনাল সরিয়ে শহরের বাহিরে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন অনেকে। তবে তখন রাজনৈতিক চাপ থাকায় তা সম্ভব হয়নি। কিন্তু এখন সেটা চাইলেই করা যাবে বলে মত অনেকের। তাই দ্রুতই সমস্যা সমাধানের জন্য শহরের বাহিরে বাস টার্মিনাল সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন অনেকে।

Islams Group
Islam's Group