News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সাদপন্থিদের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৭:০১ পিএম সাদপন্থিদের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

সাদপন্থিদের কার্যক্রমে বাঁধা ও অপপ্রচার বন্ধসহ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় মাওলানা সাদের আসার অনুমতি এবং মোনাজাত পরিচালনা করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে তাবলীগ জামাতের নারায়ণগঞ্জের মুসল্লিরা। সোমবার ২ ডিসেম্বর নগরী মিশনপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা বাহিনীর নারায়ণগঞ্জের দায়িত্ব থাকা কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করে। এসময় কয়েক হাজার মুসুল্লী কর্মসূচিতে অংশ নেয়।

বিক্ষোভ শেষে সাদপন্থী তাবলীগ জামাতের নেতৃবৃন্দ জানায়, গত ৭ বছর ধরে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা এবং আখেরি মোনাজাত পরিচালনা করতে  মাওলানা সাদকে আসতে দেয়া হচ্ছে না। অথচ তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে ছফর করছেন। মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া ও তাবলীগ জামাত কার্যক্রম পরিচালনাসহ অপড্রচার- জুলুম-নির্যাতন বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা।

Islams Group
Islam's Group