News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

কিল্লারপুলে বিদ্যুৎ অফিসে ডাকাতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৩:০৫ পিএম কিল্লারপুলে বিদ্যুৎ অফিসে ডাকাতি

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুর এলাকার ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জ (পূর্ব) শাখা অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ২ ডিসেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতরা প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।


এই ঘটনায় এদিন সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন।


ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নাঈম হাসান বলেন, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যানরা দায়িত্বে ছিলেন। গভীর রাতে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। তাদেরকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, এসময় ডাকাতরা ১০০ মিটার কপার লুপ যার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, ৫০ মিটার পুরাতন কপার লুপ যার মূল্য ৩০ হাজার টাকা, ২ টি ২৫ কেভিএ ট্রান্সফরমার যার মূল্য ৫০ হাজার টাকা ও একটি এলইডি টেলিভিশন যার মূল্য ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। একই সাথে ৬ জনের মোবাইল ফোন ও তাদের কাছ থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গেছে। আমরা এই ঘটনায় আইনি ব্যবস্থা নিবো।


নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অফিসের পিছনের দিকে একটা দেয়াল নিচু ছিলো। সেই নিচু দেয়াল টপকে একদল ডাকাত ভিতরে ঢুকে। তখন নিরাপত্তাকর্মীরা ঘুমে ছিলো। তাদেরকে মারধর করে বেঁধে ফেলে। এসময় ডাকাতরা নগদ টাকা-পয়সা সহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গেছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা তদন্ত কাজ অব্যাহত রেখেছি।

 

Islams Group
Islam's Group