News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বই ও পত্রিকা পড়ার সুফল কয়েক বছর পরে আসে : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৬:৪৯ পিএম বই ও পত্রিকা পড়ার সুফল কয়েক বছর পরে আসে :  ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছোটবেলা থেকে আমি প্রচুর বই পড়তাম। সেই সঙ্গে নিয়মিত পত্রিকা পড়া হতো। যা বিসিএস পরীক্ষায় আমার অনেক সহায়ক হয়েছিল। তোমরাও যদি ছোটবেলা থেকে এই দুটো অভ্যাস করো তাহলে এর সুফল কয়েকবছর পর হলেও পাবে। আমরা ইদানিং কিশোর গ্যাংয়ের কথা শুনি। এক কলেজ আরেক কলেজে হামলা করছে। তুমি যখন নিজের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা রাখো তাহলে তোমার দ্বারা কখনো নেতিবাচক কাজ করানো সম্ভব হবে না। আমি যখন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হয়ে আসি তখন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমার দ্বারা কারো যেনো ক্ষতি না হয়। জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অনেক কঠিন একটি কাজ। কারণ অনেক সময় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের কঠিন হতে হয়। তারপরও আমি সবসময় সজাগ থাকি কখনো পেশাদারিত্বের বাহিরে কোনো কাজ করি কিনা। 

রোববার ১ ডিসেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অডিটোরিয়ামে ক্যারিয়ার বিল্ড প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, আমরা চাই সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত থাকুক। কোনো অবস্থাতেই যেনো এইসব প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে না যায়। স্বৈরাচারির হাসিনার আমলে সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছিল এবং স্বৈরতান্ত্রিকভাবে তা পরিচালিত হয়েছিল। জেলা প্রশাসকের নিকট অনুরোধ থাকবে সব প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা চালু করতে হবে। যে যে পদে যোগ্য তাকে যেনো ওই পদে স্থান দেওয়া হয়। অনেক নেতা আপনার কাছে বিভিন্ন সুপারিশ নিয়ে যায়। কিন্তু আমি কথা দিচ্ছি আমি কখনো অযৌক্তিক সুপারিশ নিয়ে যাবো না। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন তা সবাই জানে। আপনার কাছে আহ্বান থাকবে যতো শিক্ষা প্রতিষ্ঠান আছে তা ব্যবহার করে যারা অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। 

Islams Group
Islam's Group