News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

১৬ কোটি টাকার পোশাক জব্দ করলো কোস্টগার্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৯:৫৫ পিএম ১৬ কোটি টাকার পোশাক জব্দ করলো কোস্টগার্ড

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গা কাপড় জব্দ করেছে নারায়ণগঞ্জের কোস্ট গার্ড। শনিবার ২৩ নভেম্বর বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক ফাঁকি দেয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে কোস্ট গার্ড কর্তৃক থামার সংকেত দেয়া হলে তা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ ট্রাকটি আটক করে। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় ৫,৩৩৮ পিস শাড়ি, ১২৪৫ পিস চাদর, ১৮৬ পিস থ্রি পিচ ও ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬,০৪,৮৭,০০০/- (ষোল কোটি চার লক্ষ সাতাশি হাজার টাকা মাত্র)। তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল, ট্রাক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

 

Islams Group
Islam's Group