News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সিভিল সার্জনকে আদালতের ভর্ৎসনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১০:৪৭ পিএম সিভিল সার্জনকে আদালতের ভর্ৎসনা

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় প্রতিবেদন না দেয়াসহ আদালতের নির্দেশনা যথাসময়ে পালন না করায় নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানকে ভর্ৎসনা করেছেন আদালত।

২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের আদালতে মামলার শুনানির সময়ে এই ঘটনা ঘটে। তবে সিভিল সার্জন মুশিউর রহমান বলেন, আমি আমার অবস্থান থেকে বিষয়টি আদালতে স্পষ্ট করেছি।

এদিন নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে শেষ সাক্ষী ছিলো।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল বলেন, সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় ময়না তদন্ত রিপোর্টের যে ডাক্তার ছিলেন তিনি মারা গেছেন এটা আদালত জানতে পেরেছেন। এ বিষয়ে একটা প্রতিবেদন দেয়ার জন্য সিভিল সার্জনকে বলা হয়েছিলো। পরবর্তীতে লিখিতভাবে সিভিল সার্জনকে প্রতিবেদন দেয়ার জন্য চিঠি ইস্যু করা হয়েছিলো। কিন্ত তিনি চিঠির তিনি জবাব দেননি।

তিনি আরও বলেন, চিঠির জবাব না দেয়ার প্রেক্ষিতে সিভিল সার্জনকে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সেই নোটিশের প্রেক্ষিতে সিভিল সার্জন আদালতে উপস্থিত হলে তাকে ভর্ৎসনা করে ক্ষমা করে দেয়া হয়। কেন সময় মতো প্রতিবেদন দেননি আদালতের নির্দেশনাকে কেন অবহেলা করা হয় এসব বিষয় জানতে চাওয়া হয়।

আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় একটা প্রতিবেদন দেয়ার জন্য সিভিল সার্জনকে বলা হয়েছিলো। কিন্ত তিনি চিঠির তিনি জবাব দেননি। ফলে সিভিল সার্জনকে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সেই নোটিশের প্রেক্ষিতে সিভিল সার্জন আদালতে উপস্থিত হলে তাকে ভর্ৎসনা করে ক্ষমা করে দেয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান বলেন, বিষয়টি সঠিক নয়। যে এই ময়নাতদন্তের রিপোর্ট করেছিলেন ওই ডাক্তার মারা গিয়েছেন। তাকে আর পরবর্তীতে কিভাবে খুঁজে পাবো? এটা তো আমার কাজ না। আর এটা ২০০৩ সালের মামলা। ওই ডাক্তার তখন ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ছিলেন। ওই ডাক্তারের নামটা হয়তো শাজাহান হবে। এখন তিনি যদি বেঁচে না থাকেন তাহলে আমি তাকে কিভাবে আদালতে হাজির করবো? আদালত জানতে চাইলে আমি এই জবাবই দিয়েছি।

Islams Group
Islam's Group