নারায়ণগঞ্জ শহরের দুইনং রেলগেট এবং বাস টার্মিনাল এলাকায় মুক্তি পরিষদের ব্যানারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ১৬ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যাত্রী অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের আহবায়ক ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। ভাসমান দোকান থেকে ৫০ টাকা ও ভ্যান থেকে ১০০ টাকা করে চাঁদাবাজি হচ্ছে তুলে ধরে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আহবান করে বলেন, পুলিশ, র্যাব ও সেনাবাহীনির মাধ্যমে এসব বন্ধ করার।
শহরে নতুন গডফাদার হওয়ার পায়তারা চলছে উল্লেখ করে রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের গডফাদার মাফিয়ারা বিতারিত হওয়ার পরে আমাদের এখানে নতুন করে কেউ কেউ মাথাচাড়া দিয়ে গডফাদার হওয়ার পাঁয়তারা করছে। কেউ যদি মনে করে গডফাদারদের তাড়িয়ে দেয়ার পরে আবার কেউ নতুন করে সেই জায়গা দখল করে নিবে, এটি সম্ভব না। আমরা লক্ষ্য করছি ফুটপাতের মধ্যে বিদ্যুতের সংযোগ দিয়ে কোন কোন নেতা পয়সা খাচ্ছে সেই রিপোর্ট আমাদের কাছে রয়েছে। দুই নং রেলগেট এবং টার্মিনালের মধ্যে দোকানগুলো থেকে ৫০ টাকা এবং ভ্যানগুলো থেকে ১০০ টাকা করে নিচ্ছে। ওমুক মুক্তি পরিষদ ব্যানারে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলছে। আমরা জেলা প্রশাসককে বলতে চাই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব আপনার। আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন। নারায়ণগঞ্জের মানুষ যাতে আর কোনো দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি না হয়। আপনি উদ্যোগ গ্রহণ করুন আমরা নারায়ণগঞ্জে মানুষ আপনার পাশে আছি। আপনার কাছে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে। তাদের দিয়ে আপনি উদ্যোগ গ্রহণ করুন যাতে নতুন করে আর কোনো গডফাদার গড়ে না উঠে। আমরা প্রত্যয় ঘোষণা করছি যে, আমরা মাঠ ছাড়ছিনা।
সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি আরো বলেন, বাস ভাড়া ৫৫ টাকা থেকে ৪৫ টাকা করা না হলে ১৭ নভেম্বর শহরে হরতাল কর্মসূচীর ডাক দিয়েছিলাম আমরা। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন সোমবার থেকে বাস ভাড়া ৫০ টাকা করা হবে। আমরা এটা মেনে নিয়ে আমাদের হরতাল প্রত্যাহার করছি। বাস ভাড়া কোথাও কমেনা তবে নারায়ণগঞ্জে কমেছে। এটা জনগণের বিজয়। এই কৃতিত্ব সবার।
আপনার মতামত লিখুন :