News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মওলানা ভাসানিকে আইন কলেজ শিক্ষার্থীদের শ্রদ্ধা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ১১:১১ পিএম মওলানা ভাসানিকে আইন কলেজ শিক্ষার্থীদের শ্রদ্ধা

রোববার ১৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে 'নারায়ণগঞ্জ আইন কলেজ শিক্ষার্থীবৃন্দ'-এর উদ্যোগে কলেজ প্রাঙ্গণে মাওলানার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
কলেজ প্রধান শিক্ষক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে শিক্ষক মিনহাজুল ইসলামের উপস্থিতিতে এবং শিক্ষার্থী ফারহানা মানিক মুনা ও শাহেদ রোমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন মাসুদ, জান্নাত, তাহসিনা, লিজা, ঈভা, এনায়েত, শামিম, মুন, মুমিন, শাহরিয়ার, মুমিনুল, জাহিদসহ অন্যান্য শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, কলেজ শিক্ষকতার দীর্ঘ এই সময়ে কলেজ প্রাঙ্গণে আজ প্রথমবার মওলানা ভাসানির শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে আমরা অভিভূত। মওলানা এই উপমহাদেশের অবিসংবাদিত নেতা যিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। ছাত্ররা তার আদর্শকে ধারণ করে সততা-ন্যায়নিষ্ঠতার ভিত্তিতে জীবন গড়ার প্রত্যয় ধারন করে আদর্শ আইনজীবী হিসেবে গড়ে উঠবে।'

শিক্ষার্থীদের পক্ষে ফারহানা মানিক মুনা ও শাহেদ রোমান বলেন, 'মওলানা আমাদের ন্যায্যতা শিখায়। আমরা আমাদের ক্যাম্পাসে নিশ্চয়ই ন্যায্যতার লড়াই চালিয়ে যাবো। আইনের শিক্ষা দেয়া এই কলেজে যেনো আইন অমান্য কোনো উপায়ে পরিচালিত না হয় সেখানে আমরা ছাত্ররা সোচ্চার থাকবো। আজ মওলানা মৃত্যুবার্ষিকীতে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠাই হোক আমাদের শপথ।'

Islams Group
Islam's Group