News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকা-নারায়ণগঞ্জ রুট : ৫ টাকা কমছে বাস ভাড়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১০:৩৪ পিএম ঢাকা-নারায়ণগঞ্জ রুট : ৫ টাকা কমছে বাস ভাড়া

অব্যাহত আন্দোলনের মুখে ঢাকা নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া ৫০ টাকায় নামিয়ে আনতে নীতিগত সিদ্ধান্তে পৌছেছে প্রশাসন। ১৩ নভেম্বরের মিটিং এ বাসের ভাড়া ৫২ টাকা প্রস্তাব করা হলেও তা নাকচ করে দেয় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দীর্ঘ আলোচনা ও যাচাই বাছাই এর পর বাসের ভাড়া ৫০ টাকা নির্ধারনকে যৌক্তিক হিসেবে বিবেচনা করছে প্রায় সকল পক্ষ।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া ৪৫ টাকা করার দাবীতে আন্দোলন চালিয়ে আসছিলো যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। এখন পর্যন্ত সরকারি নির্ধারিত ভাড়ার চাইতে ২ টাকা বেশী আদায় করে আসছে বাস মালিকেরা। সরকারি রেট অনুযায়ী ৫৩ টাকা ভাড়া নেয়ার কথা থাকলেও নেয়া হচ্ছে ৫৫ টাকা। পুরোনো যেই চার্ট বাতিল করে নতুন করে ভাড়া নির্ধারনের দাবী জানানো হয়। আন্দোলনের মুখে বাস মালিকরা বাসস্ট্যান্ড থেকে ৫২ টাকা, চাষাঢ়া থেকে ৫০ টাকা এবং ছাত্রদের ক্ষেত্রে ৫ জন নেয়ার প্রস্তাব দেয়। তবে সেই প্রস্তাব নাকচ করে দেয় যাত্রী অধিকার ফোরাম।

১৩ নভেম্বরের আলোচনা কোন সিদ্ধান্ত ছাড়া শেষ হলেও খুব দ্রুতই ৫০ টাকা ভাড়া এবং ছাত্রদের সংখ্যা বৃদ্ধির প্রস্তাবে একমত হবে সকল পক্ষ এমন ইঙ্গিত পাওয়া গেছে। জেলা প্রশাসন এবং যাত্রী অধিকার ফোরাম উভয় পক্ষ থেকেই এসেছে এমন পজেটিভ বার্তা। এক্ষেত্রে নন এসি বাসের ভাড়া ৫০ টাকা করার পাশাপাশি এসি বাসের ভাড়া ৬৫ এবং অন্যান্য সকল রুটের বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, ‘বাস মালিকরা তাদের যুক্তিতে দেখায় ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামার পর বাসটি ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড় ঘুরে এসে বায়তুল মোকাররম দক্ষিন গেটে এসে থামে। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটি কয়েকবছর আগে চালু থাকলেও গত দুই বছর ধরে এই প্রক্রিয়ায় বাস পরিচালিত হয়না। বরং ফ্লাইওভার থেকে নামার পর বাস সরাসরি গুলিস্তান জিরো পয়েন্টে ইউটার্ন নিয়ে বায়তুল মোকাররম দক্ষিন গেটে অবস্থান করে। অর্থ্যাৎ বাড়তি সড়কের কথা বলে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিলো এই বাস মালিকরা।’

এভাবে চার্টের অতিরিক্ত ভাড়া নেয়া, নির্ধারিত পথ অতিক্রম না করেও ভাড়া বাড়তি নেয়া সহ নানাবিধ কারনে নিজেদের নৈতিক অবস্থান হারিয়েছে বাস পরিচালকরা। ফলে যৌক্তিকতায় এগিয়ে আছে যাত্রী অধিকার ফোরাম সহ বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন করে আসা কর্মীরা। সব ঠিক থাকলে ১৭ নভেম্বরের মধ্যেই প্রশাসন থেকে বাস ভাড়া কমানোর বিষয়ে ঘোষনা আসতে পারে। ছুটির দিন বিবেচনায় আনুষ্ঠানিক ঘোষণা আসতে দেরী হলেও অনানুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘বাস ভাড়া কমানো এখন নারায়ণগঞ্জবাসীর দাবী। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সমর্থন জানিয়েছেন এবং এই দাবী বাস্তবায়নে চাপ দিয়েছেন সর্বমহলে। ফলে এই দাবী বাস্তবায়িত হলে তাতে বিজয় হবে সাধারন মানুষের। একই সাথে দীর্ঘদিনের মাফিয়াতন্ত্র কায়েম করে আসা ওসমান পরিবারের তৈরী সিন্ডিকেট ভেঙ্গে যাবে। যেই সিন্ডিকেট ভাঙ্গার জন্যেই লড়াই করে এসেছে ছাত্র জনতা।

Islams Group
Islam's Group