News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ধর্মীয় দলগুলোর সাথে এবার যুক্ত বিএনপি নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১০:০৯ পিএম ধর্মীয় দলগুলোর সাথে এবার যুক্ত বিএনপি নেতারা

ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া ৪৫ টাকা নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়া এবং অন্যান্য সকল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবিতে এবার যুক্ত হয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে ৪০২ জন আইনজীবী স্বাক্ষরিত স্মারকলিপি তুলে দেন আইনজীবীরা। যেখানে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির গুরুত্বপুর্ণ নেতারা। এই দাবির সাথে সমর্থন জানিয়ে বাস ভাড়া কমানোর অনুরোধ করেছেন জেলা প্রশাসক বরাবর।

বাস ভাড়া কমানোর বিষয়ে ৫ আগস্টের পর থেকেই জোড়ালো অবস্থান রেখেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বিগত দিনে বাসের ভাড়া নিয়ে আন্দোলন করলেও শামীম ওসমানের মাফিয়া চক্রের কাছে অনেকটাই জিম্মি ছিল নগরবাসী। মাফিয়া উচ্ছেদ হবার পর ছাত্র জনতার দাবি ছিল বাসের ভাড়া কমিয়ে আনতে। কারণ বাসের আয় থেকে উদ্ধৃত বেশ কিছু অর্থ সরাসরি পৌঁছে যেত রাইফেল ক্লাবে। বর্তমানে সেই অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধ করতে দেখা গেছে। এমনকি সংঘর্ষও হয়েছে দুই পক্ষের মধ্যে।

এমন পরিস্থিতিতে বাসের ভাড়া কমিয়ে এনে পরিবহণকে সিন্ডিকেট মুক্ত করার দাবি জানিয়ে আসছিলো সবাই। প্রথমে বাম রাজনৈতিক দলগুলো এর সাথে যুক্ত থাকলেও আন্দোলনের সাথে সমর্থন প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ। তবে অভাব ছিলো বিএনপির সরাসরি সমর্থন। আইনজীবীদের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই আন্দোলনে এবার সমর্থন পেয়েছে বিএনপি নেতাদেরও।

বিএনপি নেতাদের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে যাত্রী অধিকার ফোরাম। নেতারা বলছেন, ‘বাসের ভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থী থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষ সমর্থন দিয়েছেন। গণমানুষের দাবির সাথে বিএনপি নেতাদের সমর্থন বস্তুত দল এবং ব্যক্তি ইমেজকে জাগ্রত করবে। কারণ গণমানুষের দাবির সাথে যে থাকে, মানুষ তাকেই সমর্থন দেয়। এটা পরিষ্কার যে বর্তমানে বাসের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির একটি গ্রুপ সুবিধা নিতে চাইছে। সেখান থেকে দাঁড়িয়ে গণমানুষের পক্ষে অবস্থান নেয়া অবশ্যই প্রশংসার দাবি রাখে।

নেতারা আরও বলছেন, ‘বিএনপি নেতাদের এই সমর্থন সহসাই অস্বীকার করতে পারবে না প্রশাসন কিংবা বাস মালিকরা। বাধ্য হবেন দাবি মেনে নিতে। বিএনপি নেতাদের সমর্থন এই আন্দোলনকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। ছাত্র জনতার দাবিকে উপেক্ষা করে যেমন এই দেশে একদল মানুষ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তেমনি আন্দোলনকে সমর্থন করে, রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের প্রিয়পাত্রে পরিণত হয়েছেন বহু মানুষ। ফলে এই সমর্থন স্পষ্ট পার্থক্য গড়ে দিবে সুবিধাভোগী নেতা ও জনগণের স্বার্থ চিন্তা করা নেতাদের মধ্যে।’

আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে হরতাল পালন করার হুঁশিয়ারি দিয়েছে যাত্রী অধিকার ফোরাম। ফোরামের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সকলেই চাচ্ছেন হরতালের পূর্বেই এই দাবি মেনে নেয়া হোক। শান্তিপুর্ণ এই শহরে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হোক তা কামনা করছেন না কেউই। তাই দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের মধ্যস্থতায় বাস নিয়ন্ত্রকরা ভাড়া কমিয়ে জনগণের দাবি মেনে নিবে এমনটাই প্রত্যাশা সকলের।

Islams Group
Islam's Group