গত কয়েকদিন ধরেই চাষাঢ়া হতে সাইনবোর্ড পর্যন্ত চলাচল করা সিএনজি চালিত অটো রিকশায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। একাধিক ভুক্তভোগী এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সবগুলো ছিনতাইয়ের সময়ে সিএনজি চালকদের সম্পৃক্ততা দেখা গেছে। মূলত সন্ধ্যার পর এ ছিনতাই হচ্ছে বেশী।
একটি বেসরকারী ব্যাংকের কর্মকর্তা জানান, তিনি ১২ নভেম্বর রাত ৯টায় সাইনবোর্ড থেকে সিএনজিতে উঠেন। আগে থেকেই পেছনের সিটে ২জন বসা ছিল। তিনি সহ ৩ জন ছিলেন। জালকুড়ি এলাকায় পৌছালে হঠাৎ সিএনজি রাস্তার পাশে পার্কিং করে। তখন পাশে বসা দুই যাত্রীবেশী ছিনতাইকারী ছুরির ভয় দেখায়। পরে ওই ব্যাংক কর্মকর্তার কাছে থাকা ২টি মোবাইল ও মানিব্যাগে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর সিএনজি জালকুড়ি স্ট্যান্ড দিয়ে ফের সাইনবোর্ডের দিকে চলে যান।
কয়েকজন যাত্রী জানান, মূলত ছিনতাইয়ের ঘটনা ঘটছে সন্ধ্যার পর। আগে থেকেই সিএনজিতে পেছনের সিটে ছিনতাইকারীরার দল অবস্থান করতে থাকে। পাশে কেউ বসলেই টার্গেট করে। তবে এর আগে তারা বেশভুষা ঠিকমত যাচাই করে নেন। যদি দেখে ভালো কিছু পাবে না তাহলে ওই ২ ছিনতাইকারী নেমে যান সিএনজি ছাড়ার আগে। তারা মূলত যাত্রীকে টার্গেট করে। এর সঙ্গে সিএনজির কয়েকজন চালকও জড়িত। তারাই মূলত নিরাপদ স্থানে গাড়িটি পার্কিং করে রাখে। আর রাতের কারণে সিএনজির নাম্বার কেউ ঠুকে রাখে না। এ সুযোগটি নেয় ছিনতাইকারীর দল।
আপনার মতামত লিখুন :