News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

চাষাঢ়ার মোড়ে অবৈধ স্ট্যান্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৫৬ পিএম চাষাঢ়ার মোড়ে অবৈধ স্ট্যান্ড

দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ শহরে অবৈধভাবে গড়ে উঠা স্ট্যান্ডগুলো পরিচালনা হয়ে আসছে। এতদিন এসকল স্ট্যান্ডগুলো মাফিয়ারা পরিচালনা করে আসলেও বর্তমানে তারা পলাতক রয়েছে। তবে এসব স্ট্যান্ড মাফিয়ারা পালালেও স্ট্যান্ডগুলো এখনও বহাল তবিয়তেই রয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। যা প্রতিনিয়ত যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ হিসেবে আবির্ভাব হয়েছে।

জানা যায়, শহরের চাষাঢ়া এলাকার খাজা মার্কেটের সামনে অবৈধভাগে গড়ে তোলা হয়েছে লেগুনা স্ট্যান্ড। চাষাঢ়া থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এই লেগুনা যাতায়াত করে থাকে। এই লেগুনা স্ট্যান্ডকে কেন্দ্র করে রাস্তার উপর টেবিল বসিয়ে তারা লেগুনা পরিচালনা করে আসছেন। আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালিন সময়ে এই স্ট্যান্ড পরিচালনা করতেন যুবলীগ নেতা ফয়েজ উল্লাহ ফয়েজ। ফয়েজ তার অনুসারীদের দিয়ে এসকল নিয়ন্ত্রণ করতেন। একই সাথে রাইফেলক্লাব মোড়েও গড়ে তোলা হয়েছে অবৈধ লেগুনা স্ট্যান্ড। রাইফেল ক্লাব মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত যাতায়াত করে থাকে এই লেগুনা। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শাহ ফয়েজ উল্লাহ আত্মগোপনে রয়েছেন। আর তার অনুপস্থিতিতে বর্তমানে পলাশ, বোগদাদ, মোড়ন, দেলু, নুরুজ্জামান ও রহমতউল্লাহ চাষাঢ়া খাজা মার্কেটের সামনের লেগুনা স্ট্যান্ড পরিচালনা করে আসছেন।

অবৈধভাবে রাইফেলক্লাব মোড় ও মহিলা কলেজের কাছে গড়া সিএনজি স্ট্যান্ড আওয়ামী লীগ সরকারের আমলে নিয়ন্ত্রণ করতেন রিপন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর তাকে স্ট্যান্ড থেকে তাড়িয়ে দেয়া হয়। সেই সাথে বিএনপি কয়েকজন নেতা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে চাইলে বাধা হয়ে দাড়ান বিশেষ পেশার লোকজন। পরে বিএনপি নেতারা পিছু হঠেন। বর্তমানে এই অবস্থায় রয়েছে এই অবৈধ সিএনজি স্ট্যান্ড।

অন্যদিকে গলাচিপা, মহিলা কলেজ, ২নং রেলগেইট, কালীরবাজার চারারগোপ এলাকার অবৈধ অটোস্ট্যান্ডগুলো এখনও আগের মতোই বহাল রয়েছে। তবে এসব স্ট্যান্ড থেকে অটোরিকশাকে আপাত কোনো চাঁদা দিতে হচ্ছে না। অটোরিকশাগুলো সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করছেন। তাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে কার্ড দেয়া হচ্ছে। যে সকল অটোরিকশা কার্ডের অন্তর্ভুক্ত তাদেরকে বাধা দেয়া হচ্ছে কিংবা জরিমানার আওতাভুক্ত করা হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, পর্যায়ক্রমে শহর থেকে অবৈধ স্ট্যান্ডগুলো সড়ানো হবে।

Islams Group
Islam's Group