News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

যানজট নিরসনে যৌথ বাহিনীর অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৬:৪৯ পিএম যানজট নিরসনে যৌথ বাহিনীর অভিযান

 নারায়ণগঞ্জ শহরে অসহনীয় যানজট নিরসনকল্পে সমন্বিত অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া ও আশেপাশের এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ এই ৫টি সংস্থার যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। এসময় চলাচলের অনুমতি না থাকায় গ্রিন ঢাকা ও আশিয়ান পরিবহণের ২ টি এসি বাস, ১ টি লেগুনা, ২ টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ১ টি সিএনজিকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

এছাড়া বন্ধন পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সেনাবাহিনীর মেজর আয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবির, নাসিকের সচিব নূর কুতুবুল আলম, টাউন প্ল্যানার মইনুল হোসেন প্রমুখ।

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ পাঁচটি সংস্থা ইতোপূর্বে একাধিকবার সভা করেছি। সভার সিদ্ধান্ত অনুযায়ী চাষাঢ়া এলাকায় কোন বাস কাউন্টার থাকতে পারবেনা। বাস কাউন্টার গুলো চাষাড়া থেকে চাঁদমারিতে আজকের মধ্যে সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়েছে। নয়তো আগামীকাল থেকে আরো কঠোর অভিযান পরিচালিত হবে। আমরা ইতোমধ্যে ২টি বাসসহ কয়েকটি অনুমোদনহীন পরিবহণকে ডাম্পিংয়ে পাঠিয়েছি। একটি পরিবহণকে জরিমানা করা হয়েছে। অবৈধ পার্কিং ও স্ট্যান্ড বন্ধে নো পার্কিং জোন করা হয়েছে। অটোরিকশাগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জ শহরে ট্রাকগুলো সকাল আটটা থেকে রাত ৯ টা পর্যন্ত  প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরের যানজট নিরসনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Islams Group
Islam's Group