নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাস ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে ১২ নভেম্বর বিকেলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিশন পাড়া, খানপুর হয়ে কালীরবাজারে পথসভা শেষ হয়।
সংগঠনের জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে মো. বিপ্লব খানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব ও গণসংহতি আন্দোলনের জেলার নির্বাহী সমান্বয়ক আলমগীর হোসেন আলম।
পথসভায় বক্তারা বলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের বর্তমান দাবি নারায়ণগঞ্জের গণ-মানুষের দাবি। জেলার ছাত্র, শ্রমিক, নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সকলের দাবি। নারায়ণগঞ্জের পরিবহণ মাফিয়ারা পালিয়ে গেলেও তাদের সুবিধাভোগী অনেক চাঁদাবাজ এখনো পরিবহণে বহাল রয়েছেন। প্রশাসন যদি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তবে এর পরিণতি হবে ভয়াবহ। মানুষের এই যৌক্তিক দাবি মানতে হবে। ১৫ নভেম্বরের মধ্যে যদি নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা না হয়, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা না হয় তবে ১৭ নভেম্বর রোববার নারায়ণগঞ্জ শহরে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধবেলা সর্বাত্মক হরতাল পালিত হবে।
আপনার মতামত লিখুন :