News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শহরে বেড়েছে ছিনতাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১০:১০ পিএম শহরে বেড়েছে ছিনতাই

সুইচ গিয়ার ছুরির ভয় দেখিয়ে দিনে দুপুরে ছিনতাই ঘটনা ঘটেছে ২নং রেলগেইট আওয়ামীলীগের কার্যালয়ের সামনে। গতকাল শনিবার বিকালে এক পঞ্চাশ বছরের বয়স্ক লোক থেকে আড়াইহাজার টাকা ছিনিয়ে পালিয়ে যাবার সময় একজনকে আটক করে উত্তম মধ্যম দেয় জনতা। ওই সময়ে ছিনতাইকারীর কাছে থাকা টাকা উদ্ধার করে বয়স্ক লোকের কাছে দেয়া হয় বলে উপস্থিত জনতারা জানান।

এই স্থানে প্রতিনিয়ত এমন ঘটনায় সাধারণ জনগণ ও দোকানীরা বিপাকে রয়েছেন বলে জানিয়েছেন। দোকানী ও ফুটপাতে বিক্রেতারা পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা যায়, শহরের অন্যতম প্রাণকেন্দ্র ২নং রেল গেইট এলাকায় একটি চিহ্নিত ছিনতাইকারী চক্র প্রতিদিন মানুষের মালামাল সর্বস্ব ছিনিয়ে নিঃস্ব করে দিচ্ছে। সুইচ গিয়ার ছুরির ভয় দেখিয়ে সাধারণ মানুষ যদি প্রতিবাদ করে তাকে ধারালো অস্ত্রের আঘাতে ভুড়ি বের করে ফেলার ঘটনা ঘটেছে।

আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বিরিয়ানি দোকানগুলো, বঙ্গবন্ধু ভাস্কর্য পার্ক, নয়ামাটি, মিন্নত আলী মাজার গলি ও করিম মার্কেট এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিন দুপুরে রাতেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বীরদর্পে ছিনতাই শেষে আনন্দ-উল্লাস করে ‘ছিনতাই পার্টি’ উদযাপন করে ছিনতাইকারী সদস্যরা।

৫ আগষ্টে দেশে পটপরিবর্তনের পরে পুলিশের নিস্ক্রিয়তার শহরের প্রধান প্রধান পয়েন্টে ছিনতাইয়ে নেমেছে কয়েকটি চক্র। আগে রাত নামলেও এখন দিন দুপুরে বেরিয়ে পড়ছে চক্রটি। প্রতিদিন তাদের শিকারে পরিণত হচ্ছেন নিরীহ পথচারী-ব্যবসায়ীরা। থানায় অভিযোগ করতে গিয়েও ফিরে এসেছেন হতাশা নিয়ে। আর চক্রটি এই সুযোগে মাঠে নেমেছে পুরোদমে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ধরণের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে আমাদের টহল জোরদার করা হচ্ছে।

Islams Group
Islam's Group