News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সাঈদীকে আনায় আমার কার্যালয় পুড়ানো হয়েছিল : তৈমুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৯:২৪ পিএম সাঈদীকে আনায় আমার কার্যালয় পুড়ানো হয়েছিল : তৈমুর

 নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার ঐতিহ্যবাহী মুসলিম একাডেমির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার ৯ নভেম্বর বিকেলে একাডেমির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. তৈমূর আলম খন্দকার।

একই সাথে এদিন মুসলিম একাডেমির প্রাক্তন পরিচালক শহীদ হোসেন দুলাল, মোজাফফর আলী সরকার অন্যান্য মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ড. তৈমূর আলম খন্দকার।
একাডেমির সভাপতি মোহাম্মদ আলী ভূইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. নুরুল ইসলাম খান, সহ সভাপতি আবু সিদ্দিক ভূইয়া, মোস্তফা কামাল, সহ নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক হাজী মোহাম্মদ হোসেন শেখ, মো. আব্দুল হালিম, মনির হোসেন খান, শাহ আলম ভূঁইয়া, আবুল কালাম আজাদ, মো. নুরুল হক, নাজমুল কবির নাহিদ ও সাজিদ খান সিদ্দিকী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

আলোচনায় তৈমূর আলম খন্দকার বলেন, যখন সব জায়গা থেকে মুসলিম জায়গা বাদ দেয়া হচ্ছিলো তখন এই মুসলিম একাডেমির প্রতিষ্ঠা করা হয়। মুসলিম একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই নানা সামাজিক কার্যক্রম করে আসছে। একসময় নারায়ণগঞ্জে মাওলানা দেলোয়ার হোসন সাঈদীকে আসতে দেয়া হতো না। তখন আমরা দায়িত্ব নিয়ে নারায়ণগঞ্জে দেলোয়ার হোসন সাঈদীকে আনা হয়েছিল। এজন্য আমার চেম্বার জ্বালিয়ে দেয়া হয়েছিল। আদর্শ স্কুল প্রতিষ্ঠার পিছনেও এই মুসলিম একাডেমির অবদান রয়েছে। সকল ভালো কাজের সাথে মুসলিম একাডেমি পাশে থাকবে।

 

Islams Group
Islam's Group