নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার পদে একজন পদায়ন অন্যদিকে ক-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বদলি করা হয়েছে। গতকাল ১ ডিসেম্বর আইজিপি বাহারুল আলমের স্বাক্ষরে নতুন দুই অতিরিক্ত জেলা পুলিশ পেতে যাচ্ছে নারায়ণগঞ্জ।
প্রজ্ঞাপনে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা পুলিশ সুপার পদে ঢাকা এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তারকে পদায়ন করা হয়েছে। ২০২৩ সালের ৩ জানুয়ারি পুলিশ সপ্তাহে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (সাহসিকতা)’ পেয়েছেন তিনি। জঙ্গি দমনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে নিয়মিত অভিযান চালিয়ে জঙ্গি গ্রেপ্তার করে এই পদক পান।
এদিকে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল এস এম জহিরুল ইসলামকে নৌ-পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। তার স্থলে ঢাকা পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানকে পদায়ন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :