নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন নান্নুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ভবনের নিচ তলায় এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোক সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন নান্নু একজন ভালো মানুষ ছিলেন। তিনি একজন মিষ্টভাষী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।
শোক সভা শেষে প্রয়াত অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন নান্নু সহ আইনজীবী সমিতির সকল প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং সকল আইনজীবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান।
আপনার মতামত লিখুন :