আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করেই পালিয়েছেন ব্যবসায়ীরা। রোববার ২৪ নভেম্বর বিকেলে আড়াইহাজারের গোপালদী ও রামচন্দ্রদী বাজারে এ ঘটনা ঘটে।
এদিন বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বিথীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়। সেই সাথে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযান পরিচালনাকালীন সময়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় মুসলিম সুইটকে ১ হাজার এবং কবির স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রায় অর্ধশতাধিক দোকানকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয় যেন বেশি দামে পণ্য বিক্রি না করে।
এরই মধ্যে অভিযানের খবর পেয়ে গোপালদী ও রামচন্দ্রদী বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যান। অভিযানের সহযোগিতায় ছিলেন, গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই আতিকুর রহমান, গোপালদী পৌরসভার প্রকৌশলী ইব্রাহীম ও হিসাবরক্ষক আব্দুর রহমান। অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
আপনার মতামত লিখুন :