নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডলকে (৪০) যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার ২১ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দ-প্রাপ্ত হিরু আলম সিদ্ধিরগঞ্জের মো. আব্দুর রশিদ মন্ডলের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল নামের একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরু আলম ওরফে হিরু মন্ডলকে ১২ লাখ ১৫ হাজার ৩০০ টাকার ইয়াবাসহ আটক করে র্যাব। পরে এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সেই সাথে আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেছেন।
আপনার মতামত লিখুন :