বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী যুবলীগের কর্মী ফারুক হোসেন রিপনকে নিজ শ^শুরের করা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এছাড়া রিপনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও প্রতারণা সহ ৯ টি মামলা রয়েছে।
গ্র্রেপ্তারকৃত ফারুক হোসেন রিপন সৈয়দপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, মেয়রের লোক লোক হিসাবে পরিচিত ছিল ফারুক হোসেন রিপন। সে পরিচয়ে শহীদ নগর, সৈয়দপুর এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি ও জমি দখল করতো। আওয়ামী লীগ সরকার আমলে তাকে ভয়ে কিছু বলতে পারতো না। এছাড়াও নিজ শ্বশুর বাড়ির লোকজনের উপর নিযার্তন কর। শ্বশুরের কাছে চাঁদাদাবি করতো। শ্বশুর না পেরে মেয়ের জামাতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে।
সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী যুবলীগের কর্মী ফারুক হোসেন রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে তার নিজ শ^শুরের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ৯ মামলা রয়েছে। তাকে বিভিন্ন সময় সে সকল মামলায় এক এক করে গ্রেপ্তার দেখানো হবে।
আপনার মতামত লিখুন :