News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

চাষাঢ়া হকার্স মার্কেটের ১৪ লাখ টাকা আত্মসাৎ আদালতে মামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:৫৮ পিএম চাষাঢ়া হকার্স মার্কেটের ১৪ লাখ টাকা আত্মসাৎ আদালতে মামলা

শহরের চাষাড়া হকার্স মার্কেটের ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার মো. মনির হোসেন বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়।

সেই সাথে আদালত মামলাটি গ্রহণ করে নারায়ণগঞ্জ সদর থানাকে আগামী ৮ জানুযায়ী প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। মামলায় আসামীর তালিকায় রয়েছেন-মো. ডালিম ওরফে ডালু, মো. শহিদ হাওলাদার, মো. আনিস উদ্দিন হাওলাদার, মো. সুলতান আহম্মেদ, মজিবর রহমান, মো. রফিকুল ইসলাম, আ. ছালাম, মো. রিপন সরকার, মো. কামাল, মো. টিটু, মো. জাকির ও হিরু সহ অজ্ঞাত ৪ থেকে ৫ জন।

মামলার অভিযোগে বলা হয়েছে- হকার্স মার্কেটের সমিতির নিয়ম অনুযায়ী ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারী থেকে প্রতিদিন ১০ টাকা হারে মাসে ৩০০ টাকা পরিচালনা পরিষদের নিকট জমা করে আসছে। বিবাদীরা পরস্পর যোগসাজেস করে জমানো ৭ লক্ষ টাকা এবং বিদ্যুত বিল বাবদ আরও ৭ লক্ষ টাকা সহ মোট ১৪ লক্ষ টাকা আত্মসাত করে। এক পর্যায়ে টাকা-পয়সা নিয়ে তারা উধাও হয়ে যায়। পরে এই টাকা দেয়ার জন্য বললে টাকা দিবে না বলে হুমকি ধমকি প্রদান করে।

Islams Group
Islam's Group