News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

সাক্ষ্য প্রমাণের অভাবে বিচার পায় না : জেলা প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৩:৫২ পিএম সাক্ষ্য প্রমাণের অভাবে বিচার পায় না : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইন কর্মকর্তারা। রোববার (৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলনে কক্ষে এই সাক্ষাৎ করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ফৌজদারী মামলা নিস্পক্তি হয়না কেন সেটা আপনিও জানেন জজ সাহেবও জানেন। এর কারণ একক কোন পক্ষ এর জন্য দায়ী না। ২০০৬ সালে সরকারি এক গবেষণায় এসেছে ধর্ষণের ১শ ঘটনার মধ্যে ৫০ ঘটনা কোর্টে যায় না। এমনিই পরে থাকে।  বাকি ৫০ টা মামলা বিচার হয় ১১.৮ পারসেন্ট। সাক্ষ্য প্রমাণের অভাবে অনেকেই বিচার পায় না। ২০ পারসেন্ট হাতেনাতে কট মাদক নিয়ে গ্রেফতার হওয়া ব্যবসায়ীরা বের হয়ে যায়। এসকল বিষয়গুলো দেখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতি সভাপতি ও অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো.আবুল কালাম আজাদ জাকির, সরকারি কৌসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা এর নেতৃত্বে জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহকারী পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

Islam's Group