News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গু নিয়ে ঘেরাও আসছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৭:০৪ পিএম ডেঙ্গু নিয়ে ঘেরাও আসছে

আগামী ৭ দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হলে জেলা প্রশাসকের কার্যালয়, সিভিল সার্জনের অফিস ও সিটি করপোরেশন ঘেরাও করার ঘোষনা দিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সরকারি হাসপাতালে ডেঙ্গুর যথাযথ চিকিৎসা না হওয়া ও ডেঙ্গু প্রতিরোধে ওষুধ না ছিটানোর অভিযোগ করেন। সভায় উপস্থিত নেতারা জেলায় এখন পর্যন্ত দুজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও তথ্য দেন।

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি খানপুর হসপিটাল ভিক্টোরিয়া হসপিটালে অনেক ডেঙ্গু রোগীরা যান, তবে সেখানে যথাযথ দায়িত্ব পালন করা হচ্ছেনা। বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে মানুষ লাইন ধরে ডেঙ্গু টেষ্ট করাচ্ছেন। সরকারি হাসপাতালে বিনা পয়সায় চেষ্ট করানো যায় কিন্তু মানুষ সেখানে যাচ্ছেন না। তার অন্যতম কারণ, বেসরকারি খাত কিংবা দালাল কিংবা সেই ব্যবস্থাপনার মধ্যদিয়ে মানুষজন যথাযথ সেবা পাচ্ছেন না। আমরা সিভিল সার্জনকে বলি, তথ্য নারায়ণগঞ্জের মানুষ চায়না। নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে ডেঙ্গু রোগী আছেন। যারা তীব্র ভাবে আক্রান্ত তারা ঢাকায় চলে যাচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গেছেন এমন অন্তত দুজন মারা গেছেন। নারায়ণগঞ্জের সিভিল সার্জন দেখাতে চান এখানে কেউ ডেঙ্গুতে মারা যাননি। কিন্তু আপনাদের বলতে চাই এই যে তারা ঢাকায় গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যাচ্ছে তার দায়ও আপনাদের উপরও বর্তায়।

তিনি বলেন, ডেঙ্গুর জন্য শুধু হটস্পট নির্ধারণ করলে হবেনা। ডেঙ্গুর রোধে যথাযথ দায়িত্ব নিতে হবে যা আপনারা পালন করেন নি। ২৭ টি ওয়ার্ডে আমরা ওষুধ ছিটাতে দেখিনি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতনা কিংবা কোথায় পানি জমে আছে তা তদারকিও করছেন না। সেই কারণেই নারায়ণগঞ্জবাসী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। সিভিল সার্জনকেও আমরা হুশিয়ার করে বলছি, এটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আপনারা যদি মনে করেন, আমলাতন্ত্র জারি রেখে, বিভিন্ন বেসরকারি হসপিটালের সাথে মাসোয়ারা খেয়ে, বিভিন্ন ডাক্তার কিংবা বিভিন্ন কোম্পানীগুলোর কাছ থেকে আপনারা টাকা পয়সা খেয়ে, নারায়ণগঞ্জের মানুষকে মৃত্যুর ঝুকির দিকে ফেলে দিবেন? তার পরিণাম ভয়ঙ্কর হবে। আমরা সিভিল সার্জন এবং জেলা প্রশাসককে আল্টিমেটাম দিতে চাই। যদি আগামী ৭ দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হয়। তাহলে আমরা সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস ঘেরাও করবো।

গনসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা সিভিল সার্জন অফিস, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের এখনো সেই ভাবে কাজ করতে দেখিনি। তাদের উদাসীনতায় আজ ঘরে ঘরে ডেঙ্গু। যদি দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতী না হয় তাহলে আমরা সিটি করপোরেশন, সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করবো।

Islams Group
Islam's Group