নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে এর সঠিক সংখ্যাটা আরো বেশি। তথ্য বলছে, জেলায় মোট ডেঙ্গু রোগীর ১৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৯৬ জন। শহরের সরকারি দুই হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে, সিটি করপোরেশন এবং ফতুল্লার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। তাদের কাছে আসা অধিকাংশ রোগী এই দুই অঞ্চলের বাসিন্দা।
নগরীর ১০০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের এক নার্স বলেন, আমাদের এখানে ৩০ জন রোগী ভর্তি আছে। বেশির ভাগ রোগী ফতুল্লা থেকে এবং সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে এসেছে। এই বছর কোনো মৃত্যু নেই কিন্তু মশার ওষুধ ভালো করে না দেয়ায় প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু এখন যেই অবস্থায় রয়েছে তার চেয়ে বেড়ে গেলে আমাদের জন্য সমস্যা হবে।
হাসপাতালটির আরএমও ডাক্তার জহিরুল ইসলাম বলেন, গত ১৪ দিনে অনেকে আক্রান্ত হয়েছে। আমাদের এই হাসপাতালে সবচেয়ে বেশি রোগী আসছে। আমরা চেষ্টা করছি তাদের সঠিক চিকিৎসা দিতে। তবে এখানে ডেঙ্গু পরীক্ষার কীট সংকট। ডিসি অফিসে আবেদন করেছি পাইনি। দ্রুত কীট না পেলে আমরা সমস্যায় পড়ে যাবো।
এদিকে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক ডাক্তার আবুল বাশার বলেন, আমাদের হাসপাতালেও অনেক রোগী আসছে। তবে এবার একটা ভালো দিক হলো এখনো কোনো মৃত্যু নেই। সামনে কি হয় বলা যাবেনা কারণ রোগী ধীরে ধীরে বাড়ছে। সকলের উচিত সতর্ক থাকা।
আপনার মতামত লিখুন :