‘স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য র্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে বন্দরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে থেকে বাদ্য বাজানাসহকারে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর শহীদ মিনারের সামনে গিয়ে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার সভাপতি ডা. ফারুক হোসেন।
র্যালিতে নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখা, লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার ও লিও ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার, বন্দর সোনালী অতীত ক্লাব, সমমনা প্লাটফর্ম, বিসমিল্লাহ সমবায় সমিতি, ফারিয়া বন্দর শাখা, ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচ, হোসেনপুর হাইস্কুল ৯৫ ব্যাচসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়।
ডা. ফারুক হোসেন বলেন, ডায়াবেটিস মারাত্মক একটি রোগ হলেও আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এর ঝুঁকি সম্পর্কে জানতে হবে। আমাদের পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটার অভ্যাস, কায়িক পরিশ্রম, সচেতনতার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে হলে ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে।
আপনার মতামত লিখুন :