News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

৩০০ শয্যা ও ১০০ শয্যা হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞাপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ১১:০৩ পিএম ৩০০ শয্যা ও ১০০ শয্যা হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞাপন

গত দুই মাসের ব্যবধানে নারায়ণগঞ্জে দু’টি সরকারি হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে প্রচার করে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারায় রয়েছে প্রতারক চক্র। এমনিভাবে বিগত দিনে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করে চাকরী প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিল প্রতারক চক্র। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিজ্ঞপ্তি প্রচার করা হলে সেটি যাচাই না করে অর্থ প্রদান না করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রতারক চক্র নাম সর্বস্ব পেইজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতছেন। প্রতিদিন এমন বিজ্ঞাপনের ফাঁদে লোপাট গ্রাহকের কোটি কোটি টাকা। বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনের ছবি ডাউনলোড করে তাতে এডিট করে নিজেদের মুঠোফোন নম্বর বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি জাতীয় দৈনিকের নাম ব্যবহার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে জনবল নিয়োগ এর একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। একইভাবে গত অক্টোবর মাসের শেষের দিকে শহরের খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জনবল নিয়োগ এর একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। জানা গেছে, অনলাইনে দীর্ঘদিন ধরেই প্রতারক চক্র সক্রিয় রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান জানান, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে এ ধরনের কোন নিয়োগ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হয়নি। প্রতারক চক্র ফেসবুকে বিষয়টি ছড়িয়ে দেয়ার পরে আমরা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।  

এ বিষয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, অত্র হাসপাতালের নামে একটি জাতীয় দৈনিক পত্রিকার বরাত দিয়ে ফেসবুকে ভুয়া বিজ্ঞাপনটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি। এই ধরনের প্রতারক চক্র এর আগেও অপর একটি জাতীয় দৈনিকের লগো ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিল। এ ধরনের প্রতারক চক্রকে আইনের আওতায় আনা জরুরী।

Islams Group
Islam's Group