সারাদেশের সাথে নারায়ণগঞ্জেও বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ জেলায় প্রতি বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গু রোগের প্রভাব দেখা যায়। এই বছরও তা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের কিছু ওয়ার্ড এবং ফতুল্লার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রভাব সবচেয়ে বেশি। তবে স্থানীয় সিভিল সার্জন অফিস কিংবা সিটি করপোরেশন এ নিয়ে জরিপ না করায়, কোন এলাকা বেশি ঝুঁকির মধ্যে আছে তা বলা যাচ্ছে না। কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্য বলছে, এই বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। আর এরমধ্যে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে গত দুই মাসে। শহরের ৩০০ শয্যা খানপুর হাসপাতার এবং ১০০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোতে এই মুহূর্তে ৬৫ জন রোগী ভর্তি আছেন।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী আক্রান্ত হয়েছে। হাসপাতালের নার্স ও ডাক্তারদের ভাষ্য অনুযায়ী, এখন প্রতিদিন ২০ জনের উপরে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।
শহরের ৩০০ শয্যা খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক ডাক্তার আবুল বাশার বলেন, ডেঙ্গু বাড়ছে তাই এটাকে সহজভাবে নেওয়া যাবে না। যদিও দেশের অন্যান্য জায়গার তুলনায় নারায়ণগঞ্জে প্রভাব কিছুটা কম। তবুও সবাইকে সাবধান থাকতে হবে। আমাদের হাসপাতালে অনেক রোগী প্রতিদিন ভর্তি হচ্ছেন। গত ১ মাসে ১০০ জনের কাছাকাছি রোগী ভর্তি হয়েছে। তবে আমরা সবাইকে সঠিক চিকিৎসা দিতে পারছি।
ভিক্টোরিয়া হাসপাতালের এক নার্স বলেন, ডেঙ্গু রোগী হাসপাতালে অনেক আছে। তবে দেশের অন্যান্য জায়গা থেকে এখন নারায়ণগঞ্জে প্রভাব কম। তারপরও রোগীদের সঠিক তথ্য নেই আমাদের কাছে। এখানে চিকিৎসা ভালো না দেখে অনেকে ঢাকা এবং স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাই সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আর আমার ধারণা, এই বছর ডেঙ্গু গত বছরের মতো হবে না।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার মুশিউর রহমান বলেন, সিটি করপোরেশনের কিছু এলাকা এবং ফতুল্লায় যেহেতু জলাবদ্ধতা বেশি তাই সেখানে ঝুঁকি বেশি। হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী আসছে। কিন্তু আমাদের কোনো হাসপাতালে এখনো কোনো অব্যবস্থাপনা দেখা যায়নি ডেঙ্গুর চিকিৎসা নিয়ে। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে এবং ওষুধও আছে। এরপরও সকলের এটা নিয়ে সতর্ক থাকতে হবে।
আপনার মতামত লিখুন :