News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ভিক্টোরিয়ায় পানির সংকট, রোগীদের ভোগান্তি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৭:৩৮ পিএম ভিক্টোরিয়ায় পানির সংকট, রোগীদের ভোগান্তি

শহরের ১০০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ঠিকমতো পানি সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের তৃতীয় তলায় ডেঙ্গু ও মেডিসিন বিভাগে ভর্তি হওয়া রোগীদের স্বজনেরা এমন অভিযোগ করেছেন। তারা জানান, কর্তৃপক্ষ অনিয়মিতভাবে যেই পানি সরবরাহ করে তা খাওয়া উপযোগী না। তাই বেশিভাগ রোগীর স্বজনেরা দোকান থেকে পানি কিনে আনেন আর যারা কিনতে পারে না তারা ভিক্টোরিয়া হাসপাতাল সংলগ্ন নগর ভবন ও মসজিদ থেকে খাবার পানি সংগ্রহ করেন। তবে যখন শৌচাগারেও পানি সরবরাহ বন্ধ থাকে তখন কঠিন সমস্যার মুখোমুখি হতে হয় সবাইকে।

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নগরীর শহীদ নগর এলাকার বাসিন্দা রিপন হোসেন। রিপনের দেখভালের জন্য সাথে এসেছেন তার মা শেফালী বেগম।

তিনি বলেন, আজকে ৩ দিন ধইরা পোলারে নিয়া হাসপাতালে আছি। ডাক্তাররা ঠিকই কাজ করতাছে, নার্সরা ঠিকমতো সব করতাছে। কিন্তু পানি থাকে না। খাওনের পানি তো পাওয়াই যায় না। আর এর বাহিরেও যেই পানি লাগে বিভিন্ন কাজে তাও ঠিক মতো আসে না। সকালে একটু পানি ছাড়ে এরপর আর নাই।

ডেঙ্গু ওয়ার্ডের আরও একজন পুরুষ রোগীর স্ত্রী আফরোজা বেগম বলেন, খাবার পানি ধরেন বাহিরে গিয়ে নিয়ে আসি সেটা ঠিক আছে। তবে যখন ওয়াশ রুমে গিয়ে দেখবেন নোংরা পরিবেশ এবং পানির সংকট তখন কি মেনে নেওয়া যায়? হাসপাতালে সব কিছু থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমরা এমন একটা দেশে থাকি যেখানে হাসপাতালগুলো একেবারেই নোংরা। আমি করোনার সময় আমার মাকে নিয়ে ঢাকা মেডিকেলে থেকেছি। সেই হাসপাতালের টয়েলেটে গিয়ে তিন দিন ভাত খাইনি। নারায়ণগঞ্জের হাসপাতালগুলোও একই অবস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নার্স বলেন, পানির জন্য রোগীদের কষ্ট হয় তা আমরাও দেখছি। এটাতো স্বাভাবিক, পানি না থাকলে সব জায়গাতেই সমস্যা হবে। আমরা নিজেরাও ভুক্তভোগী। এই বিষয়টা হাসপাতালের বড় কর্মকর্তারা বলতে পারবে। পানি এবং ইলেক্ট্রিসিটির নানা বিষয় দেখার জন্য আলাদা লোকও আছে। তাই তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মুশিউর রহমান বলেন, এখন বিদ্যুতের অনেক সমস্যা হচ্ছে। তাই মাঝেমধ্যে একটু পানির জন্য সমস্যা হচ্ছে। আর খাবার পানির জন্য আমি দ্রুতই ফিল্টার বসানোর ব্যবস্থা করছি। আমাদের যদিও ফান্ড নেই তারপরও চেষ্টা করা হবে ফিল্টার বসানোর যাতে সবাই সেখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারে।

Islams Group
Islam's Group