নারায়ণগঞ্জের ১০০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আসা ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ জন রোগী ভর্তি হচ্ছেন এখানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি মাসে এখন পর্যন্ত ৫৮ জন রোগী ভর্তি হয়েছে যার মধ্যে পুরুষ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের নিতাইগঞ্জ এলাকার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে গেলে মেডিসিন বিভাগের এক নার্স বলেন, এই মুহূর্তে ২০ জন রোগী আছে আমাদের এখানে। শহর, বন্দর, ফতুল্লাসহ সকল জায়গা থেকে রোগী আসছে। গত ১৮ তারিখ থেকে রোগীর সংখ্যাটা বাড়ছে যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা চেষ্টা করছি রোগীদের যে কোনোভাবে সুস্থ করে তুলতে।
হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে, গত এক মাসে সিটি করপোরেশনের বন্দরের বিভিন্ন এলাকার ৬ জন, নাসিকের ১৩নং ওয়ার্ডের মাসদাইর ও গলাচিপা এলাকার ৫ জন, ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়া ও শহীদ নগর এলাকার ৬ জন, ফতুল্লার ভোলাইল, কাশিপুর ও সিবুমার্কেট এলাকার ১৫ জন, সদর উপজেলার সৈয়দপুর ও গোগনগর এলাকার ৯ জন, ১৭নং ওয়ার্ডের পাইকপাড়াসহ অন্যান্য এলাকার ৩ জন, ১৪নং ওয়ার্ডের দেওভোগ ও নন্দিপাড়া এলাকার ২ জন ও মুন্সিগঞ্জের ১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন।
ভিক্টোরিয়া হাসপাতালের তৃতীয় তলার ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে রিপন হোসেন নামে এক রোগীর সাথে কথা হলে তিনি বলেন, আমি সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এলাকায় একটা খাল আছে ওই খালের পানি ময়লা। কেউ সেটা পরিষ্কার করে না। আমাদের জনপ্রতিনিধিরাও ঠিকমতো ওষুধ দেয় না। পুরা এলাকার ৫০ জনের বেশি মানুষের ডেঙ্গু হয়ে গেছে। আমারও একই অবস্থা। খুব কষ্ট হইতাছে। জানি না কবে সুস্থ হবো।
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার মুশিউর রহমান বলেন, ডেঙ্গু বাড়ছে। আমাদের হাসপাতালে তাই রোগী বাড়ছে। আমরাদের প্রস্তুতি আছে পরিস্থিতি মোকাবিলার। তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। নইলে সংকট আরও বাড়বে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গিয়ে আমাদের টিম সবাইকে সতর্ক করতে লিফলেট বিলি করছে এবং আমি নিজেও বিভিন্ন স্থানে গিয়ে সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করে এসেছি। নগরবাসীকে এ বিষয়ে সচেতন হতে হবে। এটা না করলে দিনশেষে তাদেরই ভোগান্তি হবে।
আপনার মতামত লিখুন :