নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ হাজার ডেঙ্গু টেস্টিং কিট প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আব্দুল জব্বার এই টেস্টিং কিট হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে তুলে দেন।
আব্দুল জব্বার বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীরা হাসপাতালে টেস্ট করতে আসছে। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত টেস্টিং কিট নেই। বিষয়টি জানতে পারার পর রোগীদের সেবা নিশ্চিতে ১ হাজার ডেঙ্গু টেস্টিং কিট প্রদান করেছি আমরা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, এই কিট প্রাপ্তির মাধ্যমে আমাদের সেবা প্রদান করতে সুবিধা হবে। উন্নতমানের টেস্টিং কিট তারা প্রদান করেছে রোগীদের জন্য। আমরা আশা করছি এই কিট দিয়ে আগামী ২ মাস নির্বিঘেœ ডেঙ্গু পরীক্ষা চালিয়ে নিতে পারবো।
আপনার মতামত লিখুন :