সারাদেশের কর্মরত নার্স-মিডওয়াইফারিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নার্সিং মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে নারায়ণগঞ্জের খানপুর ৩শ' শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্স- মিডওয়াইফারিরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাসপাতলের জরুরি বিভাগের সামনে নার্স-মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনরত সিনিয়র স্টাফ নার্স শিমু মোদক ও আলমগীর হোসেন বলেন, কর্মরত নার্স-মিডওয়াইফারিদের বদলিসহ নানা বিষয় নিয়ে মহাপরিচালক মাকসুরা নুরের কাছে দাবি জানালে নার্সদের লেখাপড়া ও নার্সিং বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। সে নার্সিং বিষয় না জানলেও আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে পদ দখল করে আছে। দ্রুত মহাপরিচালকের পদ থেকে অপসারণ করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দেন নার্স ও মিডওয়াইফারিরা।
আপনার মতামত লিখুন :