জীবনের অনেক সময় বাকি থাকলেও অন্য কোনো চিন্তা করছেন না অল্প বয়সে স্বামী হারানো মুক্তা বেগম। যিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে স্বামী ইমরানকে হারিয়েছেন। একমাত্র ছেলে ইব্রাহীম হোসেনকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দিতে চান তিনি।
মুক্তা বেগম বলেন, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। তিনি তার পরিবারের বড় ছিলেন। সেইসাথে তিনি তাদের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। আমার স্বামী এখানে চাকরি করে তার পরিবারের সদস্যদের দেখাশোনা করতেন। কিন্তু এভাবে উনার মৃত্যু হয়ে যাওয়ায় তার পরিবারের সদস্যরা কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন।
তিনি আরও বলেন, আমার স্বামীর মৃত্যু হওয়াতে আমি আমার ছেলেকে নিয়ে কষ্টের মধ্যে রয়েছি। এখানে আমার বাবার বাড়ি রয়েছে। এজন্য আমি সহযোগিতা পাইনি। সবাই বলেছে আমার অবস্থা ভালো। তারপরও কোনো কষ্ট নেই। আমি ভালোই আছি। আমার ছেলেটা ৭ম শ্রেণিতে পড়ে। তাকে নিয়েই বাকি জীবন কাটাতে চাই। অন্য কোনো চিন্তা করতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চাই।
এর আগে, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে একে একে ৩৪ জনই মারা গেছেন।
এদিকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহতের ঘটনায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুর গফুরসহ ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।
একই সাথে জেলা প্রশাসনের তদন্ত কমিটির রিপোর্টেও দায়ী করা হয় তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিকে। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের হাতে ৪০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। তদন্তে গ্যাস লাইনে লিকেজ, বিদ্যুতের সর্ট সার্কিট, মসজিদ কমিটির অবহেলা ও রাজউকের অব্যবস্থাপনাকে বিস্ফোরণের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
মামলার বর্তমান বিচার কার্যক্রম প্রসঙ্গে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, মামলাটির বিচার কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই বিচার কার্যক্রম শেষ হবে। সেইসাথে সকলেই ন্যায় বিচার পাবেন।
আপনার মতামত লিখুন :