ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠনেও এসেছে পরিবর্তন। বহু সংগঠনের পর্ষদ ভেঙে দেয়া হয়েছে কিংবা বিতর্কিত নেতারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই এসব সংগঠনে এখন দাবি উঠেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পর্ষদ নির্বাচন করা। সবার আগে আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হলেও সেখানে এক প্রকার বিনা ভোটেই জয় ছিনিয়ে নিয়েছে বিএনপির আইনজীবীরা। নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে নারায়ণগঞ্জ ক্লাবেও। এবার ঠিক একই ভাবে নির্বাচনে পথে হাঁটছে দুই ব্যবসায়ী সংগঠন।
নারায়ণগঞ্জ হোসিয়ারি অ্যাসোসিয়েশন এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে লেগেছে নির্বাচনী হাওয়া। কিছুটা দেরিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও ইতোমধ্যে তার কার্যক্রম শুরু হয়ে গেছে। চেম্বার কিংবা হোসিয়ারি সমিতির পদ নিয়ে নেতৃত্বের প্রতিযোগিতাও শুরু হয়েছে। আর তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ছাড়া অচলবস্থার সমাধান দেখছেন না কেউই।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পর্ষদ ভেঙে না দেয়া হলেও সভাপত পদ থেকে কাজলকে পদত্যাগ করিয়ে কো-আপ্ট করে নেয়া হয়েছে বিএনপি পন্থি ব্যবসায়ী মাসুদুজ্জামানকে। কিন্তু তার আশেপাশে বাকি সকলে সেলিম ওসমান দ্বারা নিয়োগকৃত হওয়ায় আপত্তি জানিয়েছেন অন্যান্য ব্যবসায়ীরা। প্রশাসক বসতে পারে এমন শঙ্কা থেকে দ্রুত নির্বাচনের পথে হেঁটেছে চেম্বারের বর্তমান পর্ষদ।
সব ঠিক থাকলে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি ২৩ নভেম্বর চেম্বার অব কমার্স ভবনে ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের প্রথম যৌথ সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তে জানানো হয় যেসব প্রতিষ্ঠান ২৩ ডিসেম্বরের মধ্যে ২০২৪ সালের বকেয়া চাঁদা, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও আয়কর প্রত্যয়ন পত্র জমা প্রদান করবে শুধু সে সকল প্রতিষ্ঠানই ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হবে। ইতোমধ্যে বাণিজ্য সংগঠন এর নির্বাচন বিধি অনুযায়ী সম্পূর্ণ নির্বাচন তফসিল প্রণয়ন করা হয়েছে।
একই ভাবে হোসিয়ারি অ্যাসোসিয়েশন হাঁটছে নির্বাচনের দিকে। গত ১৫ নভেম্বর অ্যাসোসিয়েশনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বিতরন এবং ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি মনোনয়ন পত্র গ্রহণ করা হবে। ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কাক্সিক্ষত নির্বাচন।
নির্বাচনের বিষয়ে চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি মাসুদুজ্জামান বলেন, ‘আমরা নির্বাচনের পথে হাঁটছি। বর্তমান পর্ষদ বেশিদিন থাকবে না তা আগেই বলা হয়েছে। চেম্বারের শৃঙ্খলা বজায় রাখতে সাময়িক দায়িত্ব পালন করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে ভোটাররা যাকে পছন্দ করবে তাকে বিজয়ী করে চেম্বারের দায়িত্ব দিবে। আমরা এই নির্বাচনী দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছি। সঠিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত করে নতুন নেতৃত্বের হাতে তুলে দিতে আমরা সকলেই বদ্ধ পরিকর।’
একই ভাবে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সাবেক নেতা আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘হোসিয়ারি অ্যাসোসিয়েশনে যেভাবে এতদিন জগদ্দল পাথরের মত সেলিম ওসমানের লোকজন বসে ছিলো সেই যুগের অবসান হয়েছে। এখন ভোটারদের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে। খুব দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতোমধ্যে তারিখ ঘোষিত হয়েছে। ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন।’
আপনার মতামত লিখুন :