News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিসিকে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৭:০৫ পিএম বিসিকে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ১৭ নভেম্বর দুপুরে কেসি অ্যাপারেলস্ নামে একটি কারখানার চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সেই সাথে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রপ্তানীর জন্য রাখা কিছু তৈরী পোশাক আগুনে পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, দুপুরে কেসি অ্যাপারেলস নামে ঐ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছয় তলা ভবনের ৪র্থ তলায় কাপড় রাখার গোডাউনে আগুন লাগে।

খবর পেয়ে ফতুল্লা থেকে ২টি এবং পাগলা ও মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ১টি করে মোট ৪টি ইউনিট আগুন নেভাতে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি আরও বলেন, আগুনে কারখানায় থাকা কিছু কাপড় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন চতুর্থ তলা থেকে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ওই ফ্লোর ছাড়া আর কোন ফ্লোরের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন ও অগ্নিকা-ের কারণ জানা যাবে।

 

Islams Group
Islam's Group