News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দক্ষ সংগঠক সোলায়মানের নেতৃত্বে গতিশীল হবে ইয়ার্ন মার্চেন্টস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ১১:০০ পিএম দক্ষ সংগঠক সোলায়মানের নেতৃত্বে গতিশীল হবে ইয়ার্ন মার্চেন্টস

সুতা ব্যবসায়ীদের জাতীয়ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনে নতুন সভাপতি নির্বাচিত হওয়া দক্ষ সংগঠক এম সোলায়মানের নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ সুতা ব্যবসায়ীদের। তার নেতৃত্বে যেভাবে নারায়ণগঞ্জ ক্লাবকে ঘুরে দাড়িয়েছে তেমনি এম সোলায়মানের নেতৃত্বে নতুন পরিষদ প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের সুতা ব্যবসার ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে আশাবাদ সকলের।

জানা গেছে, এম সোলায়মান এর আগে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ২০০৮-১০, ২০১০-১২ এবং ২০১৬-১৮ মেয়াদে সভাপতির পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইতোপূর্বে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে ৩ বার পূর্ণাঙ্গ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বর্তমানে অর্ন্তবর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একাধিকবার বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বিগত দিনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ জাতীয় সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য এবং মহানগর কমিউনিটি পুলিশিংয়ের কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে সেদিনেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শতবর্ষীয় ক্লাব নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে চলে ব্যাপক লুটপাট ধ্বংসযজ্ঞ। শামীম ওসমানের শ্যালক টিটু সভাপতি হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ ক্লাব চলতে থাকে স্বৈরাচারি পদ্ধতিতে সন্ত্রাসী কায়দায়। এই ক্লাবের সদস্যদের সকলেই এলিট শ্রেণির হলেও ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তাদের কথা বলার কোন সুযোগ থাকতোনা। কোন সদস্য যদি কোন অনিয়মের প্রতিবাদ করতে চাইতো তাহলে তার উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। ধীরে ধীরে ক্লাবটি পরিণত হয় অপরাধীদের আখড়ায়। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঐতিহ্যবাহী এই ক্লাবটি থেকে সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমানের নেতৃত্বে তার পুত্র অয়ন ওসমান ও শ্যালক তৎকালীন ক্লাবটির সভাপতি তানভীর আহাম্মেদ টিটুর নেতৃত্বে সন্ত্রাসীরা বের হয়ে আধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করেছিল। যে কারণে গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওইদিনই বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালানো হয়। ক্লাবের নির্মাণাধীন ভবনের যন্ত্রাংশ থেকে শুরু করে মদ-বিয়ার, চেয়ার টেবিল, এসি, ফ্রিজ কম্পিউটারসহ সকল আসবাবপত্র লুট করা হয়েছিল। এমনকি ক্লাব সদস্যদের খাবারও লুট করা হয় এসময়। পরে রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আবারো আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্দরা। তৎকালে ক্লাবটির অবকাঠামো ছাড়া মূল্যবান সামগ্রী বলতে কিছু ছিলনা। তবে ক্লাবটিতে এম সোলায়মান অর্ন্তবর্তীকালীন পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব নেয়ার পরে ৩ মাসের ব্যবধানে তার হাত ধরে ঘুরে দাড়িয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষীয় ক্লাবটি।

এদিকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে এম সোলায়মান যেভাবে নারায়ণগঞ্জ ক্লাবের কান্ডারীতে পরিণত হয়েছিলেন তেমনিভাবে তার গতিশীল নেতৃত্বে নারায়ণগঞ্জ তথা সারাদেশে সুতা ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যার সমাধান হবে বলে আশাবাদী ব্যবসায়ীদের। কারণ বিগত দিনে লিটন সাহা গডফাদার শামীম ওসমানের দোসর হিসেবে ইয়ার্ন মার্চেন্টসকে কুক্ষিগত করে নিরব চাঁদাবাজি আর চোরাই সুতার সিন্ডিকেট গড়ে তুললেও ব্যবসায়ীদের সুযোগ সুবিধার দিকে কোন ধরনের নজর দেয়নি। বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও শিল্পপতি এম সোলায়মানের মতো দক্ষ নেতৃত্ব ইয়ার্ন মার্চেন্টসের দায়িত্ব নেয়ায় নারায়ণগঞ্জের সুতা ব্যবসায়ীদের মধ্যে চাঙ্গাভাব ফিরে আসবে বলে মনে করছেন সুতা ব্যবসায়ীরা।
উল্লেখ্য ৯ নভেম্বর এসোসিয়েশনে’র কার্যকরী পরিষদের জরুরী সভায় এম. সোলায়মানকে এসোসিয়েশনের সভাপতি এবং মোহাম্মদ মুসাকে সিনিয়র সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়। ইতিপূর্বে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর লিটন সাহাকে সভাপতি ও ইসি সদস্যপদ থেকে অব্যাহতি প্রদানের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি-অশোক মহেশ^রী, ইসি সদস্য- জয় সাহা ও বিশ্বজিত সাহা ২০২৩-২০২৫ মেয়াদের ইতিপূর্বে অনুষ্ঠিত কোন মাসিক সভায় উপস্থিত না থাকায় তাদের ইসি সদস্যপদ বানিজ্য নীতিমালা এবং গঠনতন্ত্র অনুযায়ী বাতিল বলে বিবেচিত হওয়ায় তাদের এবং লিটন সাহার স্থলে এম. সোলয়ামান, মো. মাহফুজুর রহমান খান, মো. যোবায়ের আলম ঝলক ও মামুন পুস্তিকে ইসি সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে- মো. মোজাম্মেল হক- সহ সভাপতি, মোস্তফা এমারানুল হক মুন্না- সহ সভাপতি, সঞ্জিত রায়- সহ সভাপতি, মো. মজিবুর রহমান, আলহাজ¦ মো. আমিন উদ্দিন, মো. তাজুল ইসলাম টুটুল, মো. সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. মাহমুদুল হাসান মনির, মো. জাহিদ হাসান, জীবন সাহা, মো. মজিবর রহমান ও অসীম কুমার সাহা।

Islams Group
Islam's Group