News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পিতার মতো ব্যবসায়ীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো : ঝলক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ১০:৫৭ পিএম পিতার মতো ব্যবসায়ীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো : ঝলক

বাবা সাবেক কমিশনার প্রয়াত জাহাঙ্গীর আলম সুতা ব্যবসায়ীদের জাতীয়ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনে একাধিকবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে পিতার আকস্মিক প্রয়াণের পরে তার পদাঙ্ক অনুসরন করতে পারেননি পুত্র যোবায়ের আলম ঝলক। কারণ বিগত আওয়ামীলীগ শাসনামলে গডফাদার শামীম ওসমানের দোসর লিটন সাহার নেতৃত্বে দীর্ঘদিন ধরেই নির্বাচন থেকে বঞ্চিত ছিলেন সুতা ব্যবসায়ীরা। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পিতার মতো পুত্র যোবায়ের ঝলকও নিজের অবস্থান করে নিয়েছেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনে।

জানা গেছে, আশির দশকে বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এরপরে তিনি সুতা ব্যবসায়ীদের জাতীয়ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনে একাধিকবার সভাপতি নির্বাচিত হয়েছেন। এমনকি আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরেও ইয়ার্ন মার্চেন্টে সভাপতি নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও সুতা ব্যবসায়ীদের জন্য সবসময়ই নিবেদিত প্রাণ ছিলেন জাহাঙ্গীর আলম। শুধুমাত্র রাজনৈতিক কারণে বিগত আওয়ামীলীগ শাসনামলে জাহাঙ্গীর আলমকে প্রতিহিংসার শিকার হতে হয়েছিল। তবে দীর্ঘদিন পরে হলেও পিতার পদাঙ্ক অনুসরন করে সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্টসে নিজের অবস্থান করে নিলেন যোবায়ের আলম ঝলক। ৯ নভেম্বর এসোসিয়েশনে’র কার্যকরী পরিষদের জরুরী সভায় আলহাজ¦ এম. সোলায়মানকে এসোসিয়েশনের সভাপতি এবং মোহাম্মদ মুসাকে সিনিয়র সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়। ইতিপূর্বে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর লিটন সাহাকে সভাপতি ও ইসি সদস্যপদ থেকে অব্যাহতি প্রদানের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি-অশোক মহেশ^রী, ইসি সদস্য- জয় সাহা ও বিশ^জিত সাহা ২০২৩-২০২৫ মেয়াদের ইতিপূর্বে অনুষ্ঠিত কোন মাসিক সভায় উপস্থিত না থাকায় তাদের ইসি সদস্যপদ বানিজ্য নীতিমালা এবং গঠনতন্ত্র অনুযায়ী বাতিল বলে বিবেচিত হওয়ায় তাদের এবং লিটন সাহার স্থলে আলহাজ¦ এম. সোলয়ামান, মোঃ মাহফুজুর রহমান খান, মো. যোবায়ের আলম ঝলক ও মামুন পুস্তিকে ইসি সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়।

ইসি সদস্য পদে অর্ন্তভুক্তির বিষয়ে প্রতিক্রিয়ায় যোবায়ের আলম ঝলক বলেন, আমার প্রয়াত বাবা আজীবন সুতা ব্যবসায়ীদের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি একাধিকবার ইয়ার্ন মার্চেন্টসে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার দেখানো পথ ধরে আমিও সুতা ব্যবসায়ীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

Islams Group
Islam's Group