News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

এইচএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণদের ছাত্র ফেডারেশন সংবর্ধনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১১:০৯ পিএম এইচএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণদের ছাত্র ফেডারেশন  সংবর্ধনা

সোনারগাঁ উপজেলা জি.আর ইন্সটিটিউট মিলনায়তনে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সোনারগাঁ উপজেলা শাখা। রোববার ১০ নভেম্বর সোনারগাঁ উপজেলা শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্তের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসিবা হাসনাত সামিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমানসহ সোনারগাঁ উপজেলার নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত আরিফ বলেন, আপনারা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে বিশ্বজয় করার সুযোগ রয়েছে। আমাদের দেশকে গড়ে তুলতে হবে সেজন্য নিজেকে তৈরী করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত আরিফ আরো বলেন, বাংলাদেশ এক ঐতিহাসিক মুহূর্ত পার করছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে আমরা দেখেছি স্কুল-কলেজের শিক্ষার্থীরা সর্বত্রভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতনের পরে শিক্ষার্থীদের এখন দেশ গঠনের কাজেও যুক্ত হতে হয়েছে। সকল মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুতি করে তুলতে হবে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সাইদুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং খুনি হাসিনার পতনের লড়াইয়ে অগ্রভাগে ভূমিকা রেখেছে বর্তমান তরুণ সমাজ। এই তরুণদের বড় অংশ ছিলো স্কুল-কলেজ পড়ুয়া এবং এবারের পরীক্ষার্থীরা। তরুণদের এই সাহসী ও সক্রিয় ভুমিকা এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের আকাঙ্খা অসংখ্য সম্ভাবনার দার উন্মোচন করে। ২৪ গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শিক্ষাঙ্গণ ও রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদেরই ভূমিকায় থাকতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ এবং সক্রিয় থাকার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে মোমেন হাসান প্রান্ত বলেন, আপনারা জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন। আপনারা প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের পাশাপাশি মানবিক জ্ঞান অর্জন ও ভালো মানুষ হয়ে গড়ে উঠবেন এ আশা রাখি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Islams Group
Islam's Group