সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ কলেজের অধ্যক্ষ নুর আক্তার তার আওয়ামী প্রভাব খাটিয়ে ২০১৬ সাল থেকে একই কলেজে থেকেছেন বলে অভিযোগ করেন ছাত্র-ছাত্রীদের একটা অংশ। পাশাপাশি তার বিরুদ্ধে ভর্তি ও পরীক্ষার ফিস এবং কলেজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল।
ছাত্রদের একটি অংশ এসকল দুর্নীতির অভিযোগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করে। এতে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের দ্বারা ছাত্রদের একটি অংশের ওপর ২৮শে অক্টোবর হামলা করান বলে ছাত্ররা অভিযোগ করেছিল। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাখা এ সকল অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আদমজী সরকারি এমডব্লিউ কলেজের অধ্যক্ষ নুর আখতার কে ওএসডি করেন এবং তার স্থলে মোঃ সোলায়মান খন্দকারকে কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়।
ইতিমধ্যে প্রজ্ঞাপনের বরাত দিয়ে কলেজ অধ্যক্ষ নুর আখতারের ওএসডি বিষয়টি নারায়ণগঞ্জ জেলা ও শিক্ষা আইসিটি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
কলেজের শিক্ষার্থী জানান, গত ২৮ অক্টোবর ওই অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে কলেজ ক্যাম্পাসে আন্দোলন করার চেষ্টা করলে তাদের বিভিন্ন অজুহাতে আটকে দেয়। এরপর তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। শিক্ষার্থীরা আরো জানান, কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর নজরদারি করা হচ্ছিল এবং তাঁদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রবেশ করতে বাধাও দেয়া হচ্ছিল। আমাদের দোষ ছিল আমরা কলেজে ভর্তির রিসিট চেয়েছিলাম। বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং কিছু শিক্ষকের সহায়তায় কলেজের কয়েকজন প্রভাবশালী ছাত্র ও বাহিনী তাঁদের হুমকি দিয়ে থাকে। শিক্ষার্থীদের দাবি, দুর্নীতিবাজ এই অধ্যক্ষকে ওএসডি করা হলেও তিনি অধ্যক্ষ থাকা অবস্থায় যেসব দুর্নীতি করে গেছেন তার তদন্ত হওয়া জরুরী।
আপনার মতামত লিখুন :